ad

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

Views



জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

ঢাকা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে। বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাবিষয়ক শাখা থেকে ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কেবল অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীরা নিম্নোক্ত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে—

১. Fx-82MS
২. Fx-100MS
৩. Fx-570MS
৪. Fx-991MS
৫. Fx-991Ex
৬. Fx-991ES
৭. Fx-991ES Plus
৮. Fx-991CW

এছাড়া, এসব মডেলের পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনুমোদিত তালিকার বাইরে কোনো প্রোগ্রামেবল বা উন্নত ফাংশনসমৃদ্ধ ক্যালকুলেটর পরীক্ষার কেন্দ্রে বহন বা ব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সচিবদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এ নির্দেশনায় স্বাক্ষর করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি একই সঙ্গে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই নির্দেশনা অনুসরণের মাধ্যমে পরীক্ষার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

www.dhakaeducationboard.gov.bd

১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা- ১২১১

স্মারক নং: বৃত্তি/২০২৫/৪২

তারিখ: ২২/১২/২০২৫ খ্রি.

বিষয়: জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১. Fx-82MS

২. Fx-100MS

৩. Fx-570MS

8. Fx-991MS

৫. Fx-991Ex

৬. Fx-991ES

৭. Fx-991ES Plus

৮. Fx-991CW

উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

বিষয়টি অতীব জরুরি।

স্বাক্ষরিত

প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার

পরীক্ষা নিয়ন্ত্রক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সদস্য সচিব

নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.