ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিল মাদ্রাসা বোর্ড
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিল মাদ্রাসা বোর্ড
ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো—
Fx-82MS
Fx-100MS
Fx-570MS
Fx-991MS
Fx-991EX
Fx-991ES
Fx-991ES Plus
Fx-991CW
এছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সব মাদ্রাসা, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের এ বিষয়ে অবগত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত নিয়ম মেনে ক্যালকুলেটর ব্যবহার করলে পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
২ অরফ্যানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১
(www.ebmeb.gov.bd/www.bmeb.gov.bd)
স্মারক নং-৫৭.১৬.০০০০.০০৩.০১১.৪২.০০৩.২৫-৮৭০
তারিখ: ৮ পৌষ ১৪৩২ ২৩ ডিসেম্বর ২০২৫
বিষয়: ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত মডেলের সায়েন্টেফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১. Fx-82Ms
২. Fx-100Ms
৩. Fx-570MS
8. Fx-991MS
৫. Fx-991Ex
৬. Fx-991ES
৭. Fx-991ES Plus
৮. Fx-991CW
উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান
পরীক্ষা নিয়ন্ত্রক
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।



No comments
Your opinion here...