প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ডিপিইর কড়া সতর্কতা
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ডিপিইর কড়া সতর্কতা
২ জানুয়ারি সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট, নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে
ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ০২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দেশের সকল জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা
প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এসএমএস পাঠানো হবে।
প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য—
Username ও Password ব্যবহার করে অথবা
এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাশের সাল দিয়ে লগইন করা যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি/স্মার্টকার্ড) অবশ্যই সঙ্গে আনতে হবে।
পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ সামগ্রী
ডিপিই কর্তৃপক্ষ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে। পরীক্ষাকেন্দ্রে নিম্নোক্ত সামগ্রী সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে—
মোবাইল ফোন
বই, নোট, কাগজপত্র বা উত্তরপত্র
ক্যালকুলেটর
ভ্যানিটি ব্যাগ, পার্স
হাতঘড়ি বা যেকোনো ঘড়িজাতীয় বস্তু
ইলেকট্রনিক ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক/কমিউনিকেটিভ ডিভাইস
কোনো পরীক্ষার্থী এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দালাল, প্রতারক ও অসাধু চক্রের যে কোনো প্রকার প্রলোভন ও প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন
(এ. কে. মোহাম্মদ সামছুল আহসান)
যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন),
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-২৭৬
তারিখঃ ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫০ এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি (সংশোধিত)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ০৫.১১.২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-২০৭ নম্বর ও ১২.১১.২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০২৪.২৫-২১৫ নম্বর স্মারকে জারিকৃত বিজ্ঞাপিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "সহকারী শিক্ষক' পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
২। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। প্রার্থীগণ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে admit.dpe.gov.bd-ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসি-এর রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শীট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
৩। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এজাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। অসাধু ব্যক্তির যে কোন প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ দেয়া হলো।
স্বাক্ষরিত
(এ.কে.মোহম্মদ সামছুল আহসান)
যুগ্মসচিব
পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments
Your opinion here...