ad

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড

Views

 


আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা: স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) করদাতাদের জন্য সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় এক মাস বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে এখন করদাতারা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশটি জারি করা হয় ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, যা ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আদেশ নম্বর হলো ০৮.০১.০০০০.০৩০.০১১.০০৩.১২-১৯৪

আদেশে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বানুমোদনক্রমে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। করদাতাদের সুবিধা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সময়সীমা বাড়ানোর ফলে করদাতারা আরও সহজে ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। বিশেষ করে যারা এখনো রিটার্ন প্রস্তুত করতে পারেননি বা অনলাইন রিটার্ন দাখিল সংক্রান্ত জটিলতায় রয়েছেন, তারা অতিরিক্ত সময়ের সুফল পাবেন।

উল্লেখ্য, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়টি প্রতিবছরই করদাতাদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে। সময়মতো রিটার্ন দাখিল না করলে জরিমানা ও আইনি জটিলতার সম্ভাবনা থাকায় এনবিআরের এ সিদ্ধান্তকে করদাতা সমাজ স্বস্তির চোখে দেখছে।

আদেশে স্বাক্ষর করেন মোঃ একরামুল হক, দ্বিতীয় সচিব (কর আইন-১), জাতীয় রাজস্ব বোর্ড।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন

www.nbr.gov.bd

তারিখ: ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

পত্র নম্বর-০৮,০১,০০০০,০৩০.০১১.০০৩.১২-১৯৪

আদেশ

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করিল।

স্বাক্ষরিত 

(মোঃ একরামুল হক)

দ্বিতীয় সচিব (কর আইন-১)

জাতীয় রাজস্ব বোর্ড। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.