বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ
বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ
ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫:
গণভোট বিষয়ে জনগণকে ব্যাপকভাবে অবহিত করতে মাঠ পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে বছরের শুরুতে ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য “বই বিতরণ উৎসব”, নিয়মিত হোম ভিজিট এবং উঠান বৈঠক কার্যক্রমকে ব্যবহার করে অভিভাবকদের মধ্যে গণভোট প্রদান প্রক্রিয়া ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.১৪২.০৯৯.১৮৯.২৫.২৩৮ অনুযায়ী ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এ নির্দেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রাগম-এর স্মারক নং ৩৮.০০.০০০০.০০৫.৯৯.০০১.২৫-৪৩৬ (তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫)-এর আলোকে মাঠ পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকেই বছরের শুরুতে মা/অভিভাবক সমাবেশ আয়োজন, প্রতিমাসে প্রত্যেক শিক্ষকের কমপক্ষে একটি করে হোম ভিজিট এবং প্রয়োজন অনুযায়ী উঠান বৈঠক আয়োজনের নির্দেশনা রয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১ জানুয়ারি “বই বিতরণ উৎসব” উপলক্ষে আয়োজিত মা ও অভিভাবক সমাবেশ, নিয়মিত হোম ভিজিট এবং উঠান বৈঠকের মাধ্যমে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের বিদ্যালয়ভিত্তিকভাবে অবহিত করা এবং গণভোট ও সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার জন্য প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা আরও জোরদার হয়।
উল্লেখ্য, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। নির্দেশনাপত্রে প্রয়োজনীয় সংযুক্তির উল্লেখও রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন
মো: জয়নাল আবেদীন,
উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক)।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের মধ্যে গণভোট ও ভোটাধিকার সম্পর্কে ইতিবাচক সচেতনতা তৈরি হবে এবং গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নংঃ ৩৮.০১.০০০০.১৪২.০৯৯.১৮৯.২৫.২৩৮
তারিখঃ ১৩ পৌষ ১৪৩২ ২৮ ডিসেম্বর ২০২৫
বিষয়: গণভোট বিষয়ে জনগণকে ব্যাপকভাবে অবহিতকরণ সর্ম্পকিত।
সূত্র: প্রাগম এর স্মারক ৩৮.০০.০০০০.০০৫.৯৯.০০১.২৫-৪৩৬, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাঠ পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের শুরুতে ১লা জানুয়ারি "বই বিতরণ উৎসব" উপলক্ষে মা/অভিভাবক সমাবেশ, প্রতিমাসে প্রতিটি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে ০১টি (এক) করে হোমভিজিট এবং চাহিদাভিত্তিক উঠান বৈঠক আয়োজন করার নির্দেশনা রয়েছে।
০২। এমতাবস্থায়, ১লা জানুয়ারি "বই বিতরণ উৎসব" উপলক্ষে মা/ অভিভাবক সমাবেশ, হোম ভিজিট ও উঠান বৈঠকের আয়োজন করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট প্রদান প্রক্রিয়া সর্ম্পকে বিদ্যালয় ভিত্তিক অভিভাবকদের অবহিতকরণ এবং গণভোট ও সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণে প্রধান শিক্ষকসহ সংশ্লিস্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
০২। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।
সংযুক্তি:.................. পাতা।
স্বাক্ষরিত
মো: জয়নাল আবেদীন
উপপরিচালক
(একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক)।




No comments
Your opinion here...