সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় ১৫০ উপজেলায় প্রিন্টার বিতরণ শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় ১৫০ উপজেলায় প্রিন্টার বিতরণ শুরু
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণে চলমান “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রকল্পভুক্ত ১৫০টি উপজেলায় প্রিন্টার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্পভুক্ত উপজেলায় একটি করে ডেস্কটপ কম্পিউটার এবং একটি করে প্রিন্টার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রিন্টার সরবরাহের কার্যক্রম শুরু করা হয়েছে। ডেস্কটপ কম্পিউটারও শিগগিরই সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরবরাহ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর-২ কার্যালয় থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে (১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) জারিকৃত এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সরবরাহকৃত প্রিন্টারগুলো সরাসরি মাঠ পর্যায়ে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহার করা হবে, যা প্রকল্প সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কাজকে আরও সহজ ও স্বচ্ছ করবে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত চিঠিতে সকল প্রকল্পভুক্ত উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি উপজেলা একটি করে প্রিন্টার গ্রহণ করে সংশ্লিষ্ট চালানের হার্ডকপি স্ক্যান করে প্রকল্প কার্যালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানা (infogpsfp@dpe.gov.bd)-এ প্রেরণ করতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই সরঞ্জাম সরবরাহের ফলে উপজেলা পর্যায়ে স্কুল ফিডিং কর্মসূচির তদারকি, প্রতিবেদন প্রস্তুত ও তথ্য সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে মাঠ পর্যায়ের দাপ্তরিক কাজে সময় ও শ্রম সাশ্রয় হবে, যা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



No comments
Your opinion here...