উৎসবমুখর পরিবেশে ১ জানুয়ারি ২০২৬ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ
উৎসবমুখর পরিবেশে ১ জানুয়ারি ২০২৬ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ
ঢাকা, প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই দেশব্যাপী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে সারাদেশে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে। এ উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানকে আরও আনন্দঘন ও উৎসবমুখর করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই পাওয়ার আনন্দ ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সকল বিদ্যালয় ও কর্তৃপক্ষকে নির্ধারিত তারিখে সুষ্ঠু ও সুন্দরভাবে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, সরকারের এই উদ্যোগের ফলে প্রতি বছরই নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পেয়ে থাকে, যা প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (বই বিতরণ) তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৩০০.২১.০৬২.২২-২৩৬/৫৮৬
তারিখ: ১৩ পৌষ ১৪৩২ ২৮ ডিসেম্বর ২০২৫
বিষয়ঃ উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় ০১ জানুয়ারি ২০২৬ তারিখ উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
২। এমতাবস্থায়, ০১ জানুয়ারি ২০২৬ তারিখ মা/অভিভাবক সমাবেশ আয়োজন করে স্থানীয় প্রশাসন/গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
তাপস কুমার অধিকারী
উপপরিচালক (বই বিতরণ)



No comments
Your opinion here...