ad

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান

Views



উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান

ঢাকা: উপজেলা পর্যায়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সচল ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার শূন্যপদে নিয়োগ বা পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার জ্যেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (UAPEO) গণকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ (১০ম গ্রেড) এখন থেকে নিজ দায়িত্বের পাশাপাশি ‘উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা’ (১০ম গ্রেড) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের মধ্যে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাও অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত স্মারক নম্বর ৩৮.০১.০০০০.০০০.৩০০.০১.০০০৭.২৫.৪৪৮, তারিখ ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে জ্যেষ্ঠ UAPEO-দের এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন চিঠিতে স্বাক্ষর করেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে উপজেলা পর্যায়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৩০০.০১.০০০৭.২৫.৪৪৮

তারিখ: ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (UAPEO) গণকে (১০ম গ্রেড) 'উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা' (১০ম গ্রেড) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০১.১৮.০০০২.১৬.১০৮৯ নং স্মারক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার শূন্যপদে নিয়োগ/পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার জ্যেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (UAPEO) গণকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে 'উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা' হিসেবে অতিরিক্ত দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা) প্রদান করা হলো।

১২। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

০৩। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মো: মাসুদ হোসেন

পরিচালক (প্রশাসন)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.