ad

হাইকোর্টের নিষেধাজ্ঞায় সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত

Views

 


হাইকোর্টের নিষেধাজ্ঞায় সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত

ঢাকা:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য “সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড)” পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় এই লিখিত পরীক্ষা মাননীয় হাইকোর্ট বিভাগের জারিকৃত নিষেধাজ্ঞার কারণে আপাতত স্থগিত করা হয়েছে। ফলে নির্ধারিত তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএসসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটের তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বিভাগীয় কোটায় এই পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। পরীক্ষাটি স্থগিত হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষর করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়

আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

www.bpsc.gov.bd

নম্বর: ৮০,০০,০০০০,১১১,০৪,০০৯.২৫-১১০

তারিখ: ১৪ পৌষ ১৪৩২ ২৯ ডিসেম্বর ২০২৫

বিজ্ঞপ্তি

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড)" পদের লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের প্রার্থীদের ০৭.০১.২০২৬ তারিখে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা মাননীয় হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

স্বাক্ষরিত

মাসুমা আফরীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)

[ছুটিকালীন বিকল্প]


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.