ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন: Baseline ও Endline Survey-এর তুলনামূলক ফলাফল পাঠানোর নির্দেশ

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন: Baseline ও Endline Survey-এর তুলনামূলক ফলাফল পাঠানোর নির্দেশ

ঢাকা:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাইয়ে পরিচালিত Baseline Survey (অবস্থান যাচাই) ও Endline Survey (চূড়ান্ত যাচাই)-এর তুলনামূলক ফলাফল প্রেরণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত এক অফিস আদেশে (স্মারক নং- ৩৮.০১,০০০০,০০০.১৪৫.৯৯.০৬২.২১.৩০২০, তারিখ: ১৪ পৌষ ১৪৩২ / ২৯ ডিসেম্বর ২০২৫) এ নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এসেসমেন্ট টুলসের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০০% শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে Baseline Survey ২০২৫ সালের ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শিখন অগ্রগতির চূড়ান্ত মূল্যায়ন বা Endline Survey ২০২৫ সালের ১৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা হয়।

চিঠির দ্বিতীয় অনুচ্ছেদে জানানো হয়, উক্ত Baseline Survey ও Endline Survey-এর তুলনামূলক ফলাফল নির্ধারিত ফরমেট অনুযায়ী সংযুক্ত ছকে প্রস্তুত করে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এই তুলনামূলক ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অগ্রগতির বাস্তব চিত্র মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

চিঠিটি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান।

উল্লেখ্য, সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের অগ্রগতি পরিমাপ এবং শিক্ষা ব্যবস্থায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১,০০০০,০০০.১৪৫.৯৯.০৬২.২১.৩০২০

তারিখ: ১৪ পৌষ ১৪৩২ ২৯ ডিসেম্বর ২০২৫

বিষয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসেসমেন্ট টুলস এর মাধ্যমে শিখন অগ্রগতি যাচাই এর নিমিত্ত Baseline Survey (অবস্থান যাচাই) ও Endline Survey (চূড়ান্ত যাচাই) এর তুলনামূলক ফলাফল প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এসেসমেন্ট টুলস এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০% শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই এর নিমিত্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের অবস্থান যাচাই কার্যক্রম (Baseline Survey) ১-১৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের Endline Survey (চূড়ান্ত যাচাই) কার্যক্রম ১৮-৩০ নভেম্বর ২০২৫ তারিখে সম্পন্ন করা হয়।

২। বর্ণিতাবস্থায় Baseline Survey (অবস্থান যাচাই) ও Endline Survey (চূড়ান্ত যাচাই) এর তুলনামূলক ফলাফল সংযুক্ত ছকে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্ত: বর্ণনানুগ। (ফরমেট অনুসারে) 

স্বাক্ষরিত

এ. কে. মোহম্মদ সামছুল আহসান 

পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.