সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫”-এর লিখিত পরীক্ষার তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়েছে, আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিপিই সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসন ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্র প্রস্তুতকরণ, তদারকি এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া, পরীক্ষার বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক পত্র প্রেরণের জন্যও অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে—এ তথ্য স্পষ্টভাবে প্রতিষ্ঠান প্রধানদের জানাতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এই স্মারকে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো ধরনের গাফিলতি যেন না থাকে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার এবং পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখঃ ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ



No comments
Your opinion here...