ad

ডিপিএড প্রোগ্রামে আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

Views

 


ডিপিএড প্রোগ্রামে আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকা: ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামে ভর্তির আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডিপিএড প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে এখন আবেদন করা যাবে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এছাড়া ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। পূর্বে নির্ধারিত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে এখন ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে এবং প্রক্রিয়াগত কারণে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট সকল আবেদনকারীকে নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামটি দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম।

বিজ্ঞপ্তিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত।

আপনি চাইলে আমি এটিকে

  1. অনলাইন নিউজ পোর্টালের ফরম্যাটে

  2. ফেসবুক/ইউটিউব নিউজ স্ক্রিপ্টে

  3. সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ আকারে

রূপান্তর করেও দিতে পারি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

তারিখ: ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০৩.২৪.৫৪১

বিষয়: ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামে আবেদনের শেষ সময় এবং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত।

সূত্র: নেপ হতে প্রাপ্ত স্মারক নং ৩৮.০৪.০০০০.৪১৮.১৯.১৫৩.২৫.২০৭, তারিখ: ১৫.১২.২০২৫ ক্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর প্রস্তাব অনুযায়ী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে ২৮ ডিসেম্বর ২০২৫ এবং ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।

স্বাক্ষরিত

রাজীব কুমার সরকার

উপসচিব।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.