ad

ডিপিএড/সিইনএড প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণে অর্থ বিভাগের চূড়ান্ত মতামত

Views



ডিপিএড/সিইনএড প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণে অর্থ বিভাগের চূড়ান্ত মতামত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন পুনঃনির্ধারণ সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতায় অবশেষে স্পষ্ট মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এই মতামত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জারি করা এক স্মারকে জানানো হয় যে, ৯ ফেব্রুয়ারি ২০২০ সালের পূর্বে বিভিন্ন সময়ে ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের ক্ষেত্রে বেতন পুনঃনির্ধারণে বিএসআর পার্ট-১ এর ৪২ বিধির (১) উপবিধির দফা (২) অনুসরণ করা হলে তা যথাযথ হিসেবে গণ্য হবে।

তবে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো—
৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল অভিন্ন ক্যাটাগরিতে উন্নীতকরণের পর প্রশিক্ষণজনিত কারণে নতুন করে বেতন পুনঃনির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১২ আগস্ট ২০২০ তারিখের পত্রের শর্তাবলী (বিশেষ করে অনুচ্ছেদ ‘ঘ’) অবশ্যই প্রযোজ্য হবে।

কী বলা হয়েছে অর্থ বিভাগের মতামতে

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ করে যে—

  1. ০৯/০২/২০২০ তারিখের আগে প্রশিক্ষণ গ্রহণের ফলে বেতন পুনঃনির্ধারণ আইনসম্মত হলে তা বহাল থাকবে

  2. ০৯/০২/২০২০ তারিখের পরে অভিন্ন স্কেল কার্যকর হওয়ার পর প্রশিক্ষণের কারণে আলাদা করে বেতন পুনঃনির্ধারণ করা যাবে না, যদি না তা অর্থ বিভাগের নির্ধারিত শর্ত পূরণ করে

এই মতামতের ভিত্তিতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ০৮ অক্টোবর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানায়, অর্থ বিভাগের মতামত অনুযায়ী মাঠপর্যায়ে বেতন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় হলে তা আর্থিক বিধি-বিধান পরিপন্থী বলে গণ্য হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৪০০.১১.০০১৬.২১.৮২

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকগণের বেতন নির্ধারণ সম্পর্কিত মতামত প্রদান।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.১২.০০০১.১৭-৪৩২, তারিখ: ০৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকগণের বেতন নির্ধারনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ-এর স্মারক নম্বর: ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০১.১৭ (অংশ)-১৭৮, তারিখ: ১৫সেপ্টেম্বর ২০২৫ মূলে নিম্নরূপ মতামত প্রদান করেছেন।

"প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ০৯/০২/২০২০ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল অভিন্ন ক্যাটাগরিতে উন্নীতকরণের পূর্ব পর্যন্ত বিভিন্ন সময়ে প্রশিক্ষণ প্রাপ্তিতে তাঁদের বেতন পুনঃনির্ধারণের ক্ষেত্রে বিএসআর পার্ট-১ এর ৪২ বিধির (১) উপবিধির দফা (২) অনুসৃত হয়ে থাকলে তা যথাযথ রয়েছে। তবে ০৯/০২/২০২০ তারিখের পর বেতনস্কেল অভিন্ন ক্যাটাগরিতে উন্নীতকরণের পর বেতন পুনঃনির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১২/০৮/২০২০ তারিখের পত্রের শর্তাবলী [যেমন অনুচ্ছেদ (ঘ)] প্রযোজ্য হবে।”

২। এমতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রস্থ পত্রের নির্দেশনার আলোকে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ-এর পত্রের মর্মানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিবেচ্য সংযুক্তি: প্রাগম ৪৩২.pdf.pdf,।

স্বাক্ষরিত

ভূপেষ রঞ্জন রায় 

সহকারী পরিচালক (বিদ্যালয়-১)

সংযুক্তি পত্র ৪৩২ (স্মারক)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 

বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

তারিখ: ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ০৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.১২.০০০১.১৭.৪৩২

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকগণের বেতন নির্ধারণ সম্পর্কিত মতামত প্রদান।

সূত্র: অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর পত্র নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০১.১৭ (অংশ)-১৭৮, তারিখ-১৫.০৯.২০২৫খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পুরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর পত্রটি এতদসঙ্গে প্রেরণপূর্বক পত্রের মর্মানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: কর্ণনামতে।

স্বাক্ষরিত

রেবেকা সুলতানা 

যুগ্মসচিব।

পত্রঃ ৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ শাখা

www.mof.gov.bd

তারিখ:৩১ ভাদ্র ১৪৩২ ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকগণের বেতন নির্ধারণ সম্পর্কিত মতামত প্রদান।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.৩৪.০২০.২১-৭২, তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ০৯/০২/২০২০ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল অভিন্ন ক্যাটাগরিতে উন্নীতকরণের পূর্ব পর্যন্ত বিভিন্ন সময়ে প্রশিক্ষণ প্রাপ্তিতে তাঁদের বেতন পুনঃনির্ধারণের ক্ষেত্রে বিএসআর পার্ট-১ এর ৪২ বিধির (১) উপবিধির দফা (২) অনুসৃত হয়ে থাকলে তা যথাযথ রয়েছে। তবে ০৯/০২/২০২০ তারিখের পর বেতনস্কেল অভিন্ন ক্যাটাগরিতে উন্নীতকরণের পর বেতন পুনঃনির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১২/০৮/২০২০ তারিখের পত্রের শর্তাবলী [যেমন অনুচ্ছেদ (ঘ)] প্রযোজ্য হবে।

স্বাক্ষরিত

(মোঃ মশিউর রহমান তালুকদার) 

উপসচিব। 






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.