উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ: তথ্য সংশোধন ও পেন্ডিং কার্যক্রমের অপশন চালু
উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ: তথ্য সংশোধন ও পেন্ডিং কার্যক্রমের অপশন চালু
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ ২০২৫ সালের উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। জারিকৃত নোটিশ অনুযায়ী, ঢাকা ও রংপুর বিভাগসহ মোট সাতটি বিভাগের জন্য অভিভাবকের নিজস্ব NID ব্যবহার করে SIM ও MFS নিবন্ধনের মাধ্যমে তথ্য সংশোধনের অপশন চালু করা হয়েছে। পাশাপাশি PESP MIS Software-এ একাধিক পেন্ডিং কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।
চালুকৃত অপশনসমূহ (বিষয়ঃ ০১ – ২০২৫ সালের পেন্ডিং কার্যক্রম)
উপবৃত্তির ২০২৫ সালের পেন্ডিং কার্যক্রম সম্পন্ন করার জন্য নিম্নোক্ত অপশনগুলো বর্তমানে চালু রয়েছে—
নতুন শিক্ষার্থীর পেন্ডিং ডাটা এন্ট্রি: দায়িত্বপ্রাপ্ত ইউজার – প্রধান শিক্ষক
নিষ্ক্রিয় ডাটা সক্রিয়করণ: দায়িত্বপ্রাপ্ত ইউজার – এইউইও/এটিইও
ট্রান্সফারকরণ ও গ্রহণ: দায়িত্বপ্রাপ্ত ইউজার – ইউইও/টিইও
উক্ত অপশনগুলো সকল বিভাগের জন্য প্রযোজ্য।
চালুকৃত অপশনসমূহ (বিষয়ঃ ০২ – তথ্য সংশোধন: অভিভাবকের নিজ NID দিয়ে SIM & MFS নিবন্ধন)
অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য তথ্য সংশোধনের নিম্নোক্ত ধাপভিত্তিক অপশন চালু করা হয়েছে—
তথ্য সংশোধন (যাচাইকরণ): এইউইও/এটিইও
তথ্য সংশোধন (ক্লাস্টারে যাচাইকরণ): এইউইও/এটিইও
তথ্য সংশোধন (উপজেলা পর্যায়ে অনুমোদন): ইউইও/টিইও
এই তথ্য সংশোধন অপশনগুলো বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা ও রংপুর বিভাগে চালু রয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
তথ্য সংশোধন অপশনের মাধ্যমে নতুন এন্ট্রি ব্যতীত অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ডাটা হালনাগাদ করা বাধ্যতামূলক।
জানুয়ারি–জুন ২০২৫ সময়ে যেসব শিক্ষার্থী উপবৃত্তির অর্থ পায়নি, শুধুমাত্র তাদের ডাটাই বর্তমানে ট্রান্সফার করা যাবে।
ট্রান্সফার অপশনে কোনো শিক্ষার্থীর ডাটা না পাওয়া গেলে, সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ের উপবৃত্তি বিতরণের পূর্বে পুনরায় ডাটা ট্রান্সফারের সুযোগ দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ আশা প্রকাশ করেছে, এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.
উপবৃত্তি সংক্রান্ত নোটিশ
ঢাকা এবং রংপুর বিভাগের জন্য তথ্য সংশোধন (অভিভাবকের নিজ NID দিয়ে SIM & MFS নিবন্ধন) অপশন চালু করা হয়েছে।
উপবৃত্তির PESP MIS Software-এ বর্তমানে চালুকৃত অপশনসমূহ:
বিষয়ঃ ০১) ২০২৫ সালের পেন্ডিং কার্যক্রম
অপশনঃ ক) নতুন শিক্ষার্থীর পেন্ডিং ডাটা এন্ট্রি। সংশ্লিষ্ট ইউজারঃ প্রধান শিক্ষক
খ) নিষ্ক্রিয় ডাটা সক্রিয়করণ। সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও
গ) ট্রান্সফারকরণ-গ্রহণ। সংশ্লিষ্ট ইউজারঃ ইউইও/টিইও
চালুকৃত বিভাগঃ সকল বিভাগ।
বিষয়ঃ ০২) তথ্য সংশোধন (অভিভাবকের নিজ NID দিয়ে SIM & MFS নিবন্ধন)
অপশনঃ ক) তথ্য সংশোধন (যাচাইকরণ) সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও
খ) তথ্য সংশোধন: ক্লাস্টারে যাচাইকরণ। সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও
গ) তথ্য সংশোধন: উপজেলায় অনুমোদন। সংশ্লিষ্ট ইউজারঃ ইউইও/টিইও
চালুকৃত বিভাগঃ বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা ও রংপুর
👉তথ্য সংশোধন অপশনের মাধ্যমে নতুন এন্ট্রিকৃত বাদে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ডাটা Update করতে হবে।
👉জানুয়ারি-জুন/২০২৫ সময়ে যেসকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায়নি এখন শুধুমাত্র তাদের ডাটা ট্রান্সফার করা যাবে। ট্রান্সফার অপশনে ডাটা না পেলে উপজেলার মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাঠাতে হবে।
👉জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের উপবৃত্তি বিতরণের পূর্বে পুনরায় ট্রান্সফারের সুযোগ দেয়া হবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৭/১২/২০২৫খ্রি.



No comments
Your opinion here...