সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত
পরীক্ষা নির্বিঘ্ন করতে শিক্ষকদের সিদ্ধান্ত**
প্রাথমিক শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি পালন করে আসছিলেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তবে কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নির্বিঘ্ন করতে সংগঠন দুটি এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা ব্যবস্থা সচল রাখা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আগামী রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই তারিখ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠন দুটি জানায়, শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী আহ্বায়কবৃন্দ
-
মোঃ আবুল কাসেম – ০১৭২১-৮১৯৬৭০
-
আনোয়ারুল ইসলাম তোতা – 01711277703
-
আসমা খানম – 01712749273
-
মোঃ মুনিরুজ্জামান – 01735980691
-
মোঃ আব্দুল খালেক – ০১৭১১০৫৩১৯৪
-
তপন কুমার মন্ডল – 01740806814
-
খাইরুন নাহার লিপি – ০১৭৬৬৪৫৮৭১৮
-
মু. মাহবুবুর রহমান – ০১৭১৮৮১৪৫২০
-
মোহাম্মদ শামছুদ্দীন – ০১৮৪৩৫০৪৭১০
-
শাহিনুর আল আমিন – 01712941989
-
মোঃ আনিসুর রহমান – 01716504767
-
সাবেরা বেগম – 01753713127
-
মোঃ আনোয়ার উল্যাহ – ০১৭১১০৫৩১৯৪
-
মোঃ মুনির হোসেন – 01776263225
-
শাহীনুর আকতার – 01716544721
-
মোঃ মিজানুর রহমান – 01761551832
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থই সর্বাগ্রে—তাই পরীক্ষাকালীন সব শ্রেণির কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি আসতে পারে বলেও সংগঠন দুটি ইঙ্গিত দিয়েছে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ
তারিখ: ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি.
প্রেস বিজ্ঞপ্তি
সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচী স্থগিতকরণ
প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার ০৭/১২/২০২৫ ইং তারিখ থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচী স্থগিত করা হলো। আগামী রবিবার ০৭/১২/২০২৫ ইং তারিখ হতে সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।
উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
আহ্বায়কবৃন্দ
স্বাক্ষরিত
(মোঃ আবুল কাসেম)
০১৭২১-৮১৯৬৭০
(আনোয়ারুল ইসলাম তোতা)
01711277703
(আসমা খানম)
01712749273
(মোঃ মুনিরুজ্জামান)
01735980691
(মোঃ আব্দুল খালেক)
০১৭১১০৫৩১৯৪
তপন কুমার মন্ডল
01740806814
(খাইরুন নাহার লিপি)
০১৭৬৬৪৫৮৭১৮
(মু. মাহবুবুর রহমান)
০১৭১৮৮১৪৫২০
(মোহাম্মদ শামছুদ্দীন)
০১৮৪৩৫০৪৭১০
(শাহিনুর আল আমিন)
01712941989
(মোঃ আনিসুর রহমান)
01716504767
(সাবেরা বেগম)
01753713127
(মোঃ আনোয়ার উল্যাহ)
০১৭১১০৫:৩১৯৪
(মোঃ মুনির হোসেন)
01776263225
(শাহীনুর আকতার)
01716544721
মোঃ মিজানুর রহমান
01761551832



No comments
Your opinion here...