ad

১০ম ও ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণে বাধ্যতামূলক প্রশিক্ষণ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Views



১০ম ও ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণে বাধ্যতামূলক প্রশিক্ষণ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট ৯ম ও ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণে নতুন শর্ত আরোপ করেছে। ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশিক্ষণনীতি অনুসরণ করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৯ আগস্ট ২০২৩ তারিখের ‘জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩’-এর অনুচ্ছেদ ৭ ও ৮ অনুযায়ী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সেপ্টেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে নতুন এই শর্ত নির্ধারণ করা হয়েছে।

১০ম গ্রেড কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক মৌলিক প্রশিক্ষণ

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) কর্তৃক পরিচালিত কমপক্ষে ১ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হলো। এই প্রশিক্ষণ ছাড়া ভবিষ্যতে তাদের চাকরি স্থায়ী হবে না।

৯ম গ্রেড কর্মকর্তাদের জন্য ২ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ

অন্যদিকে, ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে NAPE-এর ২ মাস বা তার বেশি মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণকে চাকরি স্থায়ীকরণের পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, পদোন্নতি বা স্থায়ীকরণ প্রক্রিয়ার আগে কর্মকর্তাদের এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

জনস্বার্থে সিদ্ধান্ত

আদেশে আরও বলা হয়েছে, "যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।" আদেশটি স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মোঃ শামছুল আরিফ

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন-১ শাখা

www.mopme.gov.bd

তারিখ: ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০১.১৮.০০০১.১৬.১০৩০

অফিস আদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৯ আগস্ট ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.২১১.০৬.০০২.২২.৬৬ নং স্মারকে জারিকৃত জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩-এর অনুচ্ছেদ ৭ ও ৮-এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সেপ্টেম্বর ২০২৫ মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তাগণের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক পরিচালিত ০১ মাস বা তদুর্ধ্ব সময়ব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাগণের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক পরিচালিত ০২ মাস বা তদুর্ধ্ব সময়ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ চাকুরী স্থায়ীকরণে শর্ত হিসেবে যুক্ত করা হলো।

০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

স্বাক্ষরিত

মোঃ শামছুল আরিফ 

উপসচিব। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.