মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাগম এর বিস্তারিত নির্দেশনা
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাগম এর বিস্তারিত নির্দেশনা
সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মহান বিজয় দিবস-২০২৫ এবং শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী প্রকাশ করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৫ অক্টোবর ২০২৫ তারিখের সংশ্লিষ্ট দুটি স্মারকের আলোকে গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেন মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব
২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।
সভায় মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দিবস পালন বিষয়ে করণীয় নির্ধারণের আহ্বান জানান।
সভায় গৃহীত মূল সিদ্ধান্তসমূহ
১) জাতীয় পতাকা উত্তোলন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে—
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে
-
সকল প্রাথমিক বিদ্যালয়, পিটিআই, বিভাগীয়/জেলা/উপজেলা কার্যালয়ে
পতাকা বিধি মোতাবেক যথাযথ মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, শিশু কল্যাণ ট্রাস্ট ইত্যাদি।
২) আলোকসজ্জা
১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে (১৪ ডিসেম্বরের রাত ব্যতীত)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান কার্যালয়
-
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
-
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি
-
লিডারশিপ ট্রেনিং সেন্টারে
আলোকসজ্জা করার নির্দেশনা দেওয়া হয়।
৩) পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ
১৬ ডিসেম্বর সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা জাতীয় কর্মসূচিতে—
জাতীয় পতাকা উত্তোলন
-
জাতীয় সংগীত পরিবেশন
-
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী
-
ছাত্র-ছাত্রীদের সমাবেশ
এসব অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৪) বিজয়মেলা ও সাংস্কৃতিক আয়োজন
জাতীয় কর্মসূচি অনুযায়ী—
জেলা ও উপজেলায় ৩ দিনব্যাপী বিজয়মেলা আয়োজন
-
শিশুবিষয়ক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
এসব কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়।
সভার উপসংহার
সভায় সভাপতির বক্তব্যে বলা হয়, মহান বিজয় দিবস-২০২৫ যেন মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হয়, সেজন্য মাঠপর্যায়ে সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
অন্য কোনো আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত:
আবু তাহের মোঃ মাসুদ রানা
সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ৪ ডিসেম্বর ২০২৫
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২. ২৪৯০
বিষয়: ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কর্মসূচি-প্রণয়ন বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী প্রেরণ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৫ অক্টোবর ২০২৫ তারিখের ৩৮.০০,০০০০,০০০,০০২.২৩.০০০১.২১.১৮১৬ স্মারক ও ২৫ অক্টোবর ২০২৫ তারিখের ৩৮,০০,০০০০,০০০,০০২,২৩,০০০১,২১.১৮১৭ স্মারকে ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কর্মসূচি-প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গহণের জন্য জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্ত: বর্ণনা মোতাবেক
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-২ অধিশাখা
www.mopme.gov.bd
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।
সভাপতিঃ আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব।
সভার তারিখঃ ২২ অক্টোবর ২০২৫
সভার সময়ঃ সকাল ১০:০০ ঘটিকা
স্থানঃ মন্ত্রণালয়ের সভাকক্ষ (কক্ষ নং-৬১০, ৭ম তলা, ভবন নং-৬)
উপস্থিতিঃ স্বাক্ষরের ক্রমানুসারে (পরিশিষ্ট-ক)
সভার শুরুতে সভাপতি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সকল সদস্যকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশ উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে এ মন্ত্রণালয়ের কর্মসূচি প্রণয়ন বিষয়ে সুচিন্তিত পরামর্শ প্রদানের আহ্বান জানান।
০২। অতঃপর তাঁর অনুমতিক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সভায় উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনান্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আওতাধীন দপ্তর/সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:
জাতীয় কর্মসূচিঃ ১) ১৬-১২-২০২৫ তারিখে পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
জাতীয় কর্মসূচির আলোকে সভায় গৃহীত সিদ্ধান্তঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়, সকল পিটিআই, প্রাথমিক বিদ্যালয় ও সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা উত্তোলন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট/উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো/জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এব পরিচালক, শিশু কল্যাণ
জাতীয় কর্মসূচিঃ ২) ১৬-১২-২০২৫ তারিখে আলোকসজ্জা ১৪-১২-২০২৫ তারিখ দিবাগত রাত ব্যতীত) গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জা।
জাতীয় কর্মসূচির আলোকে সভায় গৃহীত সিদ্ধান্তঃ ১৬-১২-২০২৫ তারিখে (১৪-১২-২০২৫ তারিখ দিবাগত রাত ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর প্রধান কার্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং লিডারশীপ ট্রেনিং সেন্টারে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো/জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
জাতীয় কর্মসূচিঃ ৩) ১৬-১২-২০২৫ তারিখ সকাল ০৯.০০ টায় দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
জাতীয় কর্মসূচির আলোকে সভায় গৃহীত সিদ্ধান্তঃ স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির সাথে সম্পৃক্ত থেকে জেলা ও.'উপজেলা পর্যায়ের স্টেডিয়াম/সুবিধাজনক স্থানে অনুষ্ঠেয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সম্বলিত দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তর/প্রাথমিক পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট!
জাতীয় কর্মসূচিঃ ৪) ক) দেশের সকল জেলা এবং উপজেলায় ০৩ (তিন) দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন।
খ) জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে (সুবিধাজনক সময়ে) মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
জাতীয় কর্মসূচির আলোকে সভায় গৃহীত সিদ্ধান্তঃ ক) দেশের সকল জেলা এবং উপজেলায় স্থানীয় প্রশাসন কর্তৃক অনুষ্ঠেয় ০৩ (তিন) দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলায় (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খ) জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন কর্তৃক শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।
০৩। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৫ সফলভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণে যথাযথ কার্যক্রমের গ্রহণের আহবান জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত
আবু তাহের মোঃ মাসুদ রানা
সচিব।





No comments
Your opinion here...