প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণে নতুন সংশোধনী—জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণে নতুন সংশোধনী—জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ
👉জরুরি: ২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি—শিক্ষার্থীর বয়সসীমা সংশোধন করল শিক্ষা মন্ত্রণালয়
স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (১ম থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থী ভর্তি বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪), ২২০৮—এ ভর্তি-সংক্রান্ত বয়সসীমায় গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।
ভর্তি আবেদনের সময়সীমা চলমান
অধিদপ্তর জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মহানগরী, জেলা সদর এবং উপজেলা সদরের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম এখনো চলমান। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমায় বড় পরিবর্তন: কী বদলালো?
শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর ২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা”-র অনুচ্ছেদ ২ সংশোধন করে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সের নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে—
১ম শ্রেণিতে ভর্তির বয়সসীমা (২০২৬ শিক্ষাবর্ষ)
-
সর্বনিম্ন বয়স: ৫ বছর
-
অর্থাৎ জন্মতারিখ ০১ জানুয়ারি ২০২১ বা এর আগে হতে হবে।
-
-
সর্বোচ্চ বয়স: ৭ বছর
-
অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ বা এর পরে হতে হবে না।
-
জাতীয় শিক্ষানীতি-২০১০ মোতাবেক ৬+ বয়সকে ১ম শ্রেণির মানদণ্ড ধরে এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
জন্ম নিবন্ধনের কপি অবশ্যই জমা দিতে হবে
ভর্তি আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় অতিরিক্ত ৫ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তাদের জন্য ভর্তি সুযোগ আরও সহজ হবে।
অভিভাবকদের প্রতি জরুরি অনুরোধ
অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নতুন বয়সসীমা সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ০৩/১২/২০২৫ খ্রি.
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪), ২২০৮
জরুরী বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৩/১১/২০২৫ খ্রিস্টাব্দে ৩৭.০০.০০০০.০৭১.২২.১৪৬.২৪-৩৩৭ নং স্মারকে জারীকৃত "সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা"র অনুচ্ছেদ ২ এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে নিম্নোক্তভাবে সংশোধনী আনা হয়েছে:
"জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্খিত শিক্ষাবর্ষের ০১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ০৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ০৭ বছর পর্যন্ত হবে। (যেমন: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোন শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ০৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্মতারিখ হবে ০১ জানুয়ারি ২০২১ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ০৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেয়া যাবে।"
বিষয়টি অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।
স্বাক্ষরিত
(প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল)
পরিচালক (মাধ্যমিক)



No comments
Your opinion here...