ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা।

Views


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা।

👉সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত সংবাদ প্রতিবেদন

ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ঘোষিত কর্মবিরতি ও “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

মন্ত্রণালয় জানায়, ০১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া কর্মবিরতি এবং ০৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণার বিষয়ে সরকার অবহিত রয়েছে। এ পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের দাবিসমূহ বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দাবি বাস্তবায়নে সরকারের পদক্ষেপ

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী শিক্ষকদের তিনটি প্রধান দাবি—
১. ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণ,
২. ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন,
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি
ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং জাতীয় বেতন কমিশনের সভাপতির সঙ্গে এসব বিষয়ে ব্যক্তিগত আলোচনাও অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ০৭ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সভাপতির কাছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার সুপারিশ বিবেচনার জন্য পত্র প্রেরণ করা হয়েছিল।

অর্থ বিভাগ ১০ নভেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত বৈঠকে জানিয়েছে, পে-কমিশনের রিপোর্ট পাওয়ার পরই বেতন স্কেল উন্নীতকরণের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে

পরীক্ষা বর্জনে ক্ষোভ মন্ত্রণালয়ের

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের এসব উদ্যোগের পরও কিছু শিক্ষক সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে। কোথাও কোথাও পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে।

মন্ত্রণালয় এই ধরনের কর্মকাণ্ডকে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা এবং ফৌজদারি আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে। এ ধরনের কর্মসূচি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে মারাত্মক অনিশ্চয়তা তৈরি করছে বলে মন্তব্য করা হয়।

অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ

মন্ত্রণালয় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগদান করে ৩য় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 বাংলাদেশ সচিবালয়।

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা।

ঢাকা: ০৩ ডিসেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের কয়েকটি সংগঠন কর্তৃক ০১/১২/২০২৫ তারিখ থেকে কর্মবিরতি এবং পরবর্তীতে ০৩/১২/২০২৫ তারিখ থেকে তথাকথিত "কমপ্লিট শাট ডাউন” কর্মসূচির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবহিত রয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ এবং বিদ্যমান পরিস্থিতির বিষয়ে এ মন্ত্রণালয়ের বক্তব্য নিচে তুলে ধরা হলো:

০২। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবীসহ অন্য আরো দুটি দাবী, যথা ১০ ও ১৬ বছর চাকুরী সমাপনান্তে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের মধ্য হতে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত দাবীসমূহ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং বেতন-কমিশনের সম্মানিত সভাপতির সংগে উল্লিখিত দাবীসমূহ বাস্তবায়নের বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। উল্লেখ্য, এর আগে এ মন্ত্রণালয় হতে গত ০৭/০৮/২০২৫ তারিখে ৩৬৪ সংখ্যক স্মারকে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড হতে ১১তম গ্রেড এ উন্নীতকরণের বিষয়টি বিবেচনার জন্য সভাপতি, জাতীয় বেতন কমিশন-২০২৫-কে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

০৩। সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের বিষয়টি পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরপরই অর্থ বিভাগ কর্তৃক পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে ১০/১১/২০২৫ তারিখে অর্থ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

081 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপর্যুক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করার পরেও দেখা যাচ্ছে সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে বিভিন্নভাবে উক্ত পরীক্ষা গ্রহণে বাধা বিঘ্ন সৃষ্টি করেছেন এবং কোথাও কোথাও পরীক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলা ও শারিরীকভাবে লাঞ্ছিত করেছেন। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকুরি আইন, আচরণ বিধিমালার পরিপন্থী এবং ফৌজদারী আইনেও বিবেচ্য।

০৫। এ পরিস্থিতিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে অবিলম্বে কাজে যোগদান করে শিক্ষার্থীদের ৩য় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে। অন্যথায় এ ধরণের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাক্ষরিত

(আব্দুল্লাহ শিবলী সাদিক) 

সিনিয়র ইনফরমেশন অফিসার




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.