সহকারী শিক্ষকদের কর্মবিরতি: তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নির্বিঘ্ন করতে শিক্ষক সমন্বয়ের নির্দেশ
সহকারী শিক্ষকদের কর্মবিরতি: তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নির্বিঘ্ন করতে শিক্ষক সমন্বয়ের নির্দেশ
বিস্তারিত সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন–২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
১৭ অগ্রহায়ণ ১৪৩২ (০২ ডিসেম্বর ২০২৫) তারিখে জারি করা স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৪০.২০২৫-২৮৫ অনুযায়ী জানানো হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে যেসব বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক রয়েছে, সেসব বিদ্যালয় থেকে পাশ্ববর্তী বিদ্যালয়ে শিক্ষক সমন্বয় করে মূল্যায়ন কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, শিক্ষক সংকটে ভুগছে এমন প্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম বিঘ্নিত হলে শিক্ষার্থীদের শিক্ষা-অধিকার ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
নির্দেশনাটিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) ভূপেষ রঞ্জন রায়।
এদিকে শিক্ষাবিদরা জানিয়েছেন, কর্মবিরতির সময়ে বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষক সমন্বয় শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তবে দ্রুত শিক্ষক-কর্মবিরতির সমাধানই হবে দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৪০.২০২৫-২৮৫
তারিখ: ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ০২ডিসেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলাকালীন বিদ্যালয়সমূহে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ সম্পাদনে ব্যবস্থা গ্রহণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদন ব্যাহত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে যে সকল বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক রয়েছে সে সকল বিদ্যালয় থেকে পাশ্ববর্তী বিদ্যালয়ে শিক্ষক সমন্বয়পূর্বক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
ভূপেষ রঞ্জন রায়
সহকারী পরিচালক
(পলিসি ও অপারেশন)।

.jpg)

No comments
Your opinion here...