ad

বিনামূল্যের পাঠ্যপুস্তক খোলা বাজারে বিক্রি ঠেকাতে সারাদেশে নজরদারি জোরদার

Views


বিনামূল্যের পাঠ্যপুস্তক খোলা বাজারে বিক্রি ঠেকাতে সারাদেশে নজরদারি জোরদার

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫:
২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক যেন খোলা বাজারে বিক্রয় না হয়—সে লক্ষ্যে সারাদেশে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রোববার (১৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা প্রদান করা হয়। স্মারকটি দেশের সংশ্লিষ্ট সকল মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে জারি করা হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা (নভেম্বর ২০২৫)-এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভার দ্বিতীয় আলোচ্য বিষয়ের পঞ্চম সিদ্ধান্ত অনুযায়ী, যেসব জেলায় প্রয়োজনের অতিরিক্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে, সেসব জেলায় বই যেন কোনোভাবেই খোলা বাজারে বিক্রয় না হয়—সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ে সরবরাহকৃত ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অবৈধভাবে বই বিক্রির কোনো ঘটনা ঘটলে তা প্রতিরোধে নিয়মিত তদারকি ও নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকার প্রতিবছর শিক্ষার্থীদের হাতে সময়মতো বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছে দিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এসব বই খোলা বাজারে বিক্রির ঘটনা শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে। তাই এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬

তারিখ: ২১ অগ্রহায়ণ ১৪৩২১৪ ডিসেম্বর ২০২৫

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,০০০,৩০০-২৩.০০৫.২৫-২২৯(৩)

বিষয়ঃ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক খোলা বাজারে বিক্রয় না হওয়ার বিষয়ে নজরদারি বাড়ানো

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৩৮.০০,০০০০.০০৭,৯৯,০২৮,২০২৪-৮১৮, তারিখ: ০৭/১২/২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা (নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়। উক্ত সভার ০২ নং আলোচনার প্রেক্ষিতে (৫) ক্রমিকে গৃহীত সিদ্ধান্ত নিম্নরূপঃ

"যেসব জেলায় প্রয়োজনের অতিরিক্ত বই সরবরাহ করা হচ্ছে সেসব জেলায় বই খোলা বাজারে যেন বিক্রয় না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং নজরদারি বাড়াতে হবে"

২। এমতাবস্থায়, মাঠপর্যায়ে সরবরাহকৃত ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক যেন খোলা বাজারে বিক্রয় না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ মাসুদ হোসেন

পরিচালক (প্রশাসন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.