ad

পোস্টাল ব্যালটে ভোট দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রেশন আহ্বান

Views



পোস্টাল ব্যালটে ভোট দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রেশন আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ In Country Postal Vote (ICPV) পদ্ধতিতে ভোট প্রদানের সুযোগ পাবেন।

নির্দেশনায় বলা হয়, আগ্রহী ভোটারদের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চালু থাকবে।

iBAS++ ব্যবস্থার মাধ্যমে সনাক্তকরণ

নির্বাচন কমিশন জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সনাক্তকরণে iBAS++ সিস্টেম ব্যবহার করা হবে। তবে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত এ সিস্টেম বন্ধ থাকে। ফলে এ সময় ব্যতীত অন্য যে কোনো সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে প্রচারের নির্দেশ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে জনস্বার্থে নিচের বার্তাটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে—

“নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল সরকারি কর্মকর্তা/কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বেসামরিক/সামরিক কর্মকর্তা-কর্মচারীগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পোস্টাল ভোট প্রদানের জন্য ‘Postal Vote BD’ অ্যাপে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।”

উল্লেখ্য, নির্দেশনাটি ১৪ ডিসেম্বর ২০২৫ (২৯ অগ্রহায়ণ ১৪৩২) তারিখে জারি করা হয়। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহল আমিন মল্লিক

নির্বাচন কমিশন আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও অংশগ্রহণমূলক হবে এবং জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

 বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন অগ্রাধিকার

জনসংযোগ অধিশাখা

তারিখঃ ২৯ অগ্রহায়ণ ১৪৩২ ১৪ ডিসেম্বর ২০২৫

নং-১৭,০০,০০০০,০৪০.৩৬,০০৬,২৫-২৯১

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ICPV তে সরকারী কর্মকর্তা/ কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদেরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য উদ্বুদ্ধকরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ; নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী; এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে In Country Postal Vote (ICPV) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে 'Postal Vote BD' অ্যাপ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

২। সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারি সনাক্ত করা হবে। সকাল রাত ৮.০০ টা থেকে সকাল ৮.০০ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণ নিবন্ধন করবেন। বিষয়টি ব্যাপক প্রচার করা প্রয়োজন।

বার্তা:

"নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল সরকারি কর্মকর্তা/কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বেসামরিক/ সামরিক কর্মকর্তা কর্মচারীগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পোস্টাল ভোট প্রদানের জন্য 'Postal Vote BD' অ্যাপ এ আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮.০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন"।

৩) বর্ণিতাবস্থায়, উপরোল্লিখিত বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারী টেলিভিশন চ্যানেলে জনস্বার্থে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোঃ রুহল আমিন মল্লিক) 

পরিচালক (জনসংযোগ)।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.