সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪২টি ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল বিতরণ শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪২টি ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল বিতরণ শুরু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে’র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেল। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ১২৪২টি ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল (IFP) বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক স্মারকে জানানো হয়, মোট ৩০০০টি ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ক্রয়ের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি প্যাকেজ নম্বর জিডি ৪০৫.০১-এর আওতায় দুইটি লটে মোট ১২৪৩টি এলজি (LG Brand) ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল সরবরাহ করেছে।
সরবরাহকৃত এসব আইএফপি টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই শেষে অধিদপ্তরের ‘মালামাল গ্রহণ কমিটি’ কর্তৃক গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে একটি আইএফপি বুয়েটে পরীক্ষাকালে নষ্ট হওয়ায় বিতরণযোগ্য সংখ্যা দাঁড়ায় ১২৪২টি। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ ২৯টি, প্রাশিঅ-এ ১২টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৯৪টি বিতরণ করা হবে এবং ৭টি আইএফপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে সংরক্ষিত রয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়, চুক্তি অনুযায়ী এসব ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল পরিবহণ, ইন্সটলেশন এবং ব্যবহারকারীদের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সব ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি প্রতিটি আইএফপি সঠিকভাবে ইন্সটল ও সচল রয়েছে এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে—এ মর্মে সংশ্লিষ্ট পিটিআই সুপার বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
এছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই ও বিদ্যালয়ে আইএফপি বিতরণ, ইন্সটলেশন ও প্রশিক্ষণ সম্পন্ন করতে বলা হয়েছে। বিতরণ ও ইন্সটলেশন শেষ হওয়ার ৩ কর্মদিবসের মধ্যে ইন্সটলেশনের ছবিসহ প্রত্যয়নপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলগুলো প্রাথমিক স্তরের পাঠদানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করবে, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) ও যুগ্মসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষর করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
তারিখ: ৩০ অগ্রহায়ন ১৪৩২ ১৫ ডিসেম্বর ২০২৫
স্মারক নং-৩৮.০১.০০০০.০০০,৯০০.০৭.০০০৩.২২. ১৩৬৯
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওতায় ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ প্রসঙ্গে।
সূত্র: প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর- ৩৮.০১.০০০০.০০৫.০৭.০৩.৩৪২.২৫-৪৪৩
তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ৩০০০টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) এর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৎপ্রেক্ষিতে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি প্যাকেজ নম্বর জিডি ৪০৫.০১ এর অধীনে ২টি লটে মোট ১২৪৩টি (LG Brand) ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরবরাহ করেছে। বর্ণিত ১২৪৩টি আইএফপি টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক অধিদপ্তরের 'মালামাল গ্রহণ কমিটি' এর মাধ্যমে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ২য় পর্যায়ে প্রাশিঅ-১২টি, পিটিআই-২৯টি, বিদ্যালয়ে-১১৯৪টি, ৭টি অবশিষ্ট ডিপিই'র ষ্টোরে সংরক্ষিত এবং ১টি বুয়েট টেষ্টে নষ্ট হয়েছে সর্বমোট বিতরণযোগ্য ১২৪২টি IFP।
২। চুক্তি অনুযায়ী উল্লেখিত বিতরণযোগ্য ১২৪২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ (পরিবহণসহ), ইন্সটলেশন ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ প্রদানসহ এ সংক্রান্ত যাবতীয় ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাহ করবে। এছাড়াও সরবরাহকারী প্রতিষ্ঠানকে চুক্তির General Condition of Contract ২৭.১ অনুসারে প্রতিটি IFP এর ক্ষেত্রে 'IFP সঠিকভাবে ইন্সটল করা হয়েছে ও সচল আছে এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে' মর্মে সংশ্লিষ্ট পিটিআই সুপার/বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত প্রত্যয়ণপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, পিটিআই এর ক্ষেত্রে শুধুমাত্র সুপার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ণপত্র দাখিল করবে।
৩। এমতাবস্থায়, গ্রহণকৃত বিতরণযোগ্য ১২৪২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) এর মধ্য হতে ২য় পর্যায়ে (LG Brand) ১২৪২টি IFP সরবরাহকারী প্রতিষ্ঠান (গ্লোবাল ব্রান্ড পিএলসি) হতে যৌথভাবে বুঝে নেওয়ার জন্য সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই সুপার/বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান (গ্লোবাল ব্রান্ড পিএলসি) আগামী ১৫ (পনের) কর্ম দিবসের মধ্যে সংযুক্ত পিটিআই/বিদ্যালয়ের তালিকা অনুযায়ী ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) পিটিআই/বিদ্যালয়ে বিতরণ, ইন্সটলেশন ও প্রশিক্ষণ নিশ্চিত করবে এবং বিতরণ ও ইন্সটলেশন পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে ইন্সটলেশনের ছবিসহ প্রত্যয়ন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি:
১। পিটিআই ও বিদ্যালয়ের তালিকা।
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
যুগ্মসচিব
পরিচালক (আইএমডি)।
সংযুক্তি:



No comments
Your opinion here...