নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক স্মারকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক ও বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ও যোগ্য ভোটারদের অবশ্যই আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘Postal Vote BD’ নামের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত নিয়মে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের একটি আধা-সরকারি পত্রের উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ভোটাধিকার প্রয়োগ সহজ ও অংশগ্রহণমূলক করতে এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্মারকের দ্বিতীয় অনুচ্ছেদে সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে—পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত স্মারকে বলা হয়, জাতীয় নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে দূরে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
সাধারণ অধিশাখা
www.cabinet.gov.bd
তারিখ: ৬ পৌষ ১৪৩২ ২১ ডিসেম্বর ২০২৫
স্মারক নম্বর: ০৪.০০,০০০০,০০০,৪১৬.৫৩.০০০১.২৫.৮৩৬
বিষয়: নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ।
সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৭,০০,০০০০.০০৯.৭৩.০১৪.২৫-৫৬৪ সংখ্যক আধা-সরকারি পত্র।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশী ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক/বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনী হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারগণকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে 'Postal Vote BD' মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২। এমতাবস্থায়, নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে 'Postal Vote BD' অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও উদ্বুদ্ধকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
তানিয়া আফরোজ
উপসচিব।



No comments
Your opinion here...