ad

পেনশন চলাকালে দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন পাবেন না: অর্থ বিভাগ

Views


পেনশন চলাকালে দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন পাবেন না: অর্থ বিভাগ

প্রতিবেদন:
পেনশন ভোগরত অবস্থায় কোনো সরকারি পেনশনার দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাঁর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হবেন না—এ মর্মে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়েছে। স্মারক নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৯.১৮-৩৫, তারিখ ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (০৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ)।

স্মারকে উল্লেখ করা হয়, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ১৮ জানুয়ারি ২০২১ তারিখের একটি স্মারকের প্রেক্ষিতে অর্থ বিভাগের ০১ এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দে জারিকৃত স্মারক নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৪.১৫-৪৩ এর বিষয়ে স্পষ্টীকরণ প্রদান করা হয়েছে। এই স্পষ্টীকরণে পরিষ্কারভাবে বলা হয়েছে—
“পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর দ্বিতীয় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”

অর্থ বিভাগের এ সিদ্ধান্তের মাধ্যমে পারিবারিক পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের বিভ্রান্তি নিরসন হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পেনশনারের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে পারিবারিক পেনশন পাওয়ার বিষয়টি নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা এখন আর থাকছে না।

স্মারকটি স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব খালেদা নাছরিন। অবগতির জন্য এ নির্দেশনা হিসাব মহানিয়ন্ত্রক এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্ত সরকারি পেনশন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রশাসনিক জটিলতা কমাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

প্রবিধি অনুবিভাগ 

প্রবিধি-১ শাখা।

www.mof.gov.bd

তারিখঃ ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ ০৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ

স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৯.১৮-৩৫

বিষয়: পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ করলে পেনশনারের মৃত্যুর পর ২য় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.৮৬৭,২০১৯-২৩৫, তারিখ: ১৮-০১-২০২১ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ০১-০৪-২০১৮ খ্রিঃ তারিখের ০৭,০০,০০০০.১৭১.১৩.০০৪.১৫-৪৩ নং স্মারকটির বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নির্দেশক্রমে জানানো হলো:

"পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।"

স্বাক্ষরিত

(খালেদা নাছরিন) 

সিনিয়র সহকারী সচিব 

অবগতির জন্য প্রেরণ

হিসাব মহানিয়ন্ত্রক

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

সেগুনবাগিচা, ঢাকা।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.