২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণে জরুরি তাগিদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণে জরুরি তাগিদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
ঢাকা: ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী নির্ধারিত সময়ে বিদ্যালয়পর্যায়ে পৌঁছানো নিশ্চিত করতে জরুরি তাগিদপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এই চিঠিতে বলা হয়, ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের অধিকাংশ শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক মাঠপর্যায়ে সরবরাহ সম্পন্ন হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত অবশিষ্ট পাঠ্যপুস্তক দ্রুত বিদ্যালয়পর্যায়ে পৌঁছানো প্রয়োজন।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবছরের ন্যায় আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত বই ও শিখন-সামগ্রী নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে সরবরাহ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ২২ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জেলা পর্যায়ে সংরক্ষিত প্রাক-প্রাথমিক শ্রেণির (৪+) পাইলটিং কার্যক্রমের আওতায় নির্বাচিত ৮ হাজার ২১৪টি বিদ্যালয়ের শিখন-সামগ্রী উপজেলা পর্যায়ে পাঠাতে হবে। একই সঙ্গে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্ধারিত শিখন-সামগ্রী এবং ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তকও সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে উপজেলা বা থানা পর্যায়ে সরবরাহকৃত প্রাক-প্রাথমিক (৫+ বছর) শ্রেণির শিখন-সামগ্রী এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক বিদ্যালয়পর্যায়ে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সকল ধরনের পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী উপজেলা পর্যায়ে সংরক্ষিত থাকবে এবং পূর্বে সরবরাহকৃত চালানের মাধ্যমেই বিদ্যালয়ে বই পাঠাতে হবে। চালান ছাড়া কোনো অবস্থাতেই পাঠ্যপুস্তক বা শিখন-সামগ্রী বিদ্যালয়ে সরবরাহ করা যাবে না।
পাশাপাশি ৮টি বিভাগীয় বাফারে সংরক্ষিত পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপতকালীন মজুদ হিসেবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত ‘প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণ ও পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা, ২০২৫’ অনুসরণ করে পাঠ্যপুস্তক বিতরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি অতীব জরুরি হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত সময়ের মধ্যে বই বিতরণ নিশ্চিত হলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নভাবে শুরু করা সম্ভব হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তাগিদ পত্র
তারিখ: ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৩০০.২৩.০০০৩.২৫.৯
বিষয়: বিদ্যালয়পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষের শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক সরবরাহ
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের অধিকাংশ শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক মাঠপর্যায়ে সরবরাহ সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় শিক্ষাবর্ষের প্রথম দিন অর্থাৎ, ১ জানুয়ারি ২০২৬ শিক্ষার্থীদের হাতে উক্ত শিখন-সামগ্রী বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা/জেলাপর্যায়ে সংরক্ষিত এসব পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী বিদ্যালয়পর্যায়ে সরবরাহ/ পৌঁছানো প্রয়োজন।
২। ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক বিদ্যালয়পর্যায়ে পৌঁছানো নিশ্চিত করার জন্য নিম্নবর্ণিত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ
ক) ২২ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জেলাপর্যায়ে সংরক্ষিত প্রাক-প্রাথমিক শ্রেণির (৪+) পাইলটিং কার্যক্রমের আওতায় নির্বাচিত বিদ্যালয়সমূহের (৮২১৪টি) শিখন-সামগ্রী, ৩য়-৫ম শ্রেণির বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খৃস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক এবং ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক উপজেলা/থানা পর্যায়ে সরবরাহ নিশ্চিত করতে হবে;
খ) ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে উপজেলা/থানাপর্যায়ে সরবরাহকৃত প্রাক-প্রাথমিক (৫+ বছর) শ্রেণির শিখন-সামগ্রী ও প্রাথমিক স্তরের (১ম-৫ম শ্রেণি) পাঠ্যপুস্তক বিদ্যালয়পর্যায়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে;
গ) ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সকল ধরণের পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী উপজেলাপর্যায়ে সংরক্ষিত থাকবে;
ঘ) ইতোপূর্বে সরবরাহকৃত চালানের মাধ্যমে বিদ্যালয়পর্যায়ে শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে;
ঙ) চালান ব্যতিরেকে কোন ধরণের পাঠ্যপুস্তক/ শিখন-সামগ্রী বিদ্যালয়পর্যায়ে সরবরাহ করা যাবে না;
চ) ৮টি বিভাগীয় বাফারে সরবরাহকৃত শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপতকালীন মজুদ হিসেবে সংরক্ষিত থাকবে;
ছ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ৩৮,০১,০০০০,৩০০.২২.০০২.২৩-৪৯ সংখ্যক স্মারকে জারীকৃত 'প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণ ও পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা, ২০২৫' অনুসারে (কপি সংযুক্ত বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণ ও পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা, ২০২৫. pdf,) বিদ্যালয়পর্যায়ে পাঠ্যপুস্তক ও শিখন-সামগ্রী সরবরাহ/বিতরণ করতে হবে;
৩। এমতাবস্থায়, ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের শিখন-সামগ্রী ও পাঠ্যপুস্তক বিদ্যালয়পর্যায়ে সরবরাহ/পৌঁছানো নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৪। বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
মো: মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)



No comments
Your opinion here...