মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাসে কমপক্ষে ১০ বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাসে কমপক্ষে ১০ বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ
স্টাফ রিপোর্টার:
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পরিদর্শন জোরদারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালক (প্রশিক্ষণ) কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশটি স্মারক নম্বর— ৩৮.০১.০০০০.৬০১,৯৯.০৫৪.২৫.৮৬।
আদেশে উল্লেখ করা হয়, উপজেলার প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপেটিসি)-এর ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে ১০টি বিদ্যালয় পরিদর্শন বাধ্যতামূলক। তবে কোনো কর্মকর্তা এক দিনে দুইটির বেশি বিদ্যালয় পরিদর্শন করতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে
পরিদর্শনকালে কর্মকর্তাদের জন্য কিছু নির্দিষ্ট দায়িত্ব তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
শ্রেণিকক্ষের কার্যক্রম মনিটরিং ও মেন্টরিং
-
শিক্ষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও আলোচনার মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিতকরণ
-
ক্যাচমেন্ট এলাকার ভর্তিযোগ্য শিশুর ভর্তি নিশ্চিত করা
-
ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ
-
ঝরে পড়া রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ
-
শ্রেণিকক্ষে উপকরণ ও মাল্টিমিডিয়ার যথাযথ ব্যবহার নিশ্চিত করা
TNA ও TSN কার্যক্রমও পরিদর্শনের আওতায়
পরিদর্শনকালে কর্মকর্তাদের Training Needs Analysis (TNA) এবং Teachers Support Network (TSN) কার্যক্রমের অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
শিক্ষকদের ডাটাবেইস হালনাগাদ বাধ্যতামূলক
আদেশে আরও বলা হয়, প্রশিক্ষিত ও প্রশিক্ষণবিহীন সব শিক্ষককে অন্তর্ভুক্ত করে একটি বিস্তারিত ডাটাবেইস তৈরি ও নিয়মিত হালনাগাদ করতে হবে।
পরিদর্শন প্রতিবেদন জমার সময়সীমা
প্রতিটি মাসের পরিদর্শন প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
মহাপরিচালকের স্বাক্ষরে আদেশ জারি
চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান স্বাক্ষর করেন। তিনি নির্দেশনায় উল্লেখ করেন যে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে মাঠপর্যায়ের নিয়মিত মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের এই উদ্যোগে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
তারিখ:২৬ অগ্রহায়ণ ১৪৩২ ১১ ডিসেম্বর ২০২৫
স্মারক- ৩৮.০১.০০০০.৬০১,৯৯.০৫৪.২৫.৮৬
বিষয়: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিখন শেখানো কার্যক্রমসহ বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সেলক্ষ্যে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর/সহকারি ইন্সট্রাক্টরগণ প্রতিমাসে কমপক্ষে ১০ (দশ)টি বিদ্যালয় পরিদর্শন করবেন। উল্লেখ্য কোন কর্মকর্তা দিনে ০২ টির বেশি বিদ্যালয় পরিদর্শন করবেন না। পরিদর্শনকালে কর্মকর্তাগণের কার্যপরিধি নিম্নরূপ:
১। ক. শ্রেণিকক্ষের কার্যক্রম মনিটরিং ও মেন্টরিং;
খ. শিক্ষকগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করছেন কি না তা পর্যবেক্ষণপূর্বক শিক্ষকদের সাথে আলোচনাক্রমে বাস্তবায়ন নিশ্চিতকরণ;
গ. ক্যাচম্যান্ট এলাকার ভর্তিযোগ্য শিশুর ভর্তি নিশ্চিতকরণ;
ঘ. ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি জোরদারকরণ;
ঙ. ঝরে পড়ার হার হ্রাসকল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং
চ. শ্রেণিকক্ষে উপকরণ ও মাল্টিমিডিয়ার সঠিক প্রয়োগ নিশ্চিতকরণ।
২. Training Needs Analysis (TNA) ও Teachers Support Network (TSN) কার্যক্রমের অগ্রগতি যাচাই ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।
৩. প্রশিক্ষিত ও প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের বিস্তারিত ডাটাবেইস তৈরি ও হালনাগাদকরণ।
8. পরিদর্শন প্রতিবেদন পরবর্তী মাসের ০৭ (সাত) তারিখের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরন করবেন।
স্বাক্ষরিত
আবু নূর মোঃ শামসুজ্জামান
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments
Your opinion here...