ad

দেশজুড়ে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫—নির্ধারিত সময়েই সম্পাদনের নির্দেশ

Views



দেশজুড়ে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫—নির্ধারিত সময়েই সম্পাদনের নির্দেশ

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৫ সালের বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী দেশব্যাপী সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে গ্রহণের নির্দেশ দিয়েছে।

১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার স্মারক নম্বর ৩৭.০২.০০০০.০০০.১০৬.৯৯.০০০১.২১.৫৩৭৪ অনুযায়ী জানানো হয়—শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ২৯ অক্টোবর ২০২৫ তারিখের বৃত্তি সংক্রান্ত চিঠি অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত হবে।

অধিদপ্তর জানায়, নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষাগুলো বিনা ব্যর্থতায় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রশ্নপত্র ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তার উপস্থিতি, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা—সব বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে—পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম বা দায়িত্বে গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত নির্দেশনায় স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে সব পরীক্ষা সম্পাদনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং শিক্ষার্থীরাও সুসংগঠিতভাবে পরবর্তী শিক্ষাবর্ষে অগ্রসর হতে পারবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা।

সরকারি মাধ্যমিক শাখা

www.dshe.gov.bd

তারিখ: ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৬.৯৯.০০০১.২১.৫৩৭৪

বিষয়: সরকারি/বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল এণ্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বার্ষিক/নির্বাচনি/জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৬১, তারিখ: ১৭/০২/২০২৫ খ্রি. এর প্রজ্ঞাপন মোতাবেক গত ২০/১১/২০২৫ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ০৭/১২/২০২৫ তারিখ রবিবার পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭/১১/২০২৫ তারিখ বৃহস্পতিবার থেকে ১১/১২/২০২৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর বৃত্তি/২০২৫/১৬, তারিখ: ২৯/১০/২০২৫ এর চিঠি মোতাবেক আগামী ২৮/১২/২০২৫ তারিখ রবিবার থেকে ৩১/১২/২০২৫ তারিখ বুধবার পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সকল সরকারি/বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল এন্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে। উক্ত সকল পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২. উক্ত পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক/কর্মকর্তার কোন প্রকার শৈথিল্য/অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাক্ষরিত

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল 

পরিচালক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.