ad

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ৩য় প্রান্তিক মূল্যায়ন–২০২৫: পিটিআই ও ইউআরসি কর্মকর্তাদের সহযোগিতা ও সরেজমিন পরিদর্শনের নির্দেশ

Views

 


দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ৩য় প্রান্তিক মূল্যায়ন–২০২৫: পিটিআই ও ইউআরসি কর্মকর্তাদের সহযোগিতা ও সরেজমিন পরিদর্শনের নির্দেশ

বিশদ সংবাদ প্রতিবেদন

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩য় প্রান্তিক মূল্যায়ন–২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুইটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

২০২৫ সালের ১ ডিসেম্বর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয় যে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শুরু হওয়া ৩য় প্রান্তিক মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

নির্দেশনা অনুযায়ী—
পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইন্সট্রাক্টর এবং ইউআরসি ইন্সট্রাক্টরদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয়সমূহের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার প্রতিটি ধাপে সহযোগিতা করতে বলা হয়েছে।

সরেজমিন পরিদর্শনের কঠোর নির্দেশ

একই তারিখে জারি করা আরেকটি নির্দেশনায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি পিটিআই ও ইউপিইটিসি অধিক্ষেত্রের সকল কর্মকর্তাকে পরীক্ষা চলাকালীন নিজ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরেজমিন পরিদর্শন করা বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।

নির্দেশনায় বলা হয়েছে—

  1. পরিদর্শনকারী কর্মকর্তা প্রতিদিন তাদের পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্টের নিকট জমা করবেন।

  2. মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে সুপারিনটেনডেন্ট নিজ রিপোর্ট এবং অধীনস্ত কর্মকর্তাদের রিপোর্টের সারসংক্ষেপ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগে ইমেইল (dirtraindpe@gmail.com) মারফত পাঠাবেন।

কর্তৃপক্ষের প্রত্যাশা

দুইটি নির্দেশনাতেই মূল্যায়ন কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ বছরের ৩য় প্রান্তিক মূল্যায়ন আরও মানসম্পন্ন ও কার্যকর হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর-১২১৬

 www.dpe.gov.bd

তারিখ: ১৬ অগ্রহায়ন ১৪৩২ ০১ ডিসেম্বর ২০২৫
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৩৩.২৫.২৮৫৪

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ কার্যক্রমে সহযোগিতা প্রদান।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ শুরু হয়েছে। 

২। বর্ণিত মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকল পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইন্সট্রাক্টর এবং ইউআরসি ইন্সট্রাক্টরকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

এ. কে. মোহম্মদ সামছুল আহসান পরিচালক 
(পলিসি ও অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 মিরপুর-২, ঢাকা ১২১৬ 
www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.৬০১.৯৯.০০১.২৪-৪২৯

তারিখ: ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ০১ ডিসেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন চলাকালীন সরেজমিনে পরিদর্শন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়ন চলাকালীন দেশের সকল পিটিআই ও ইউপিইটিসিসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে তাদের নিজ নিজ অধিক্ষেত্রের বিদ্যালয়সমূহ আবশ্যিকভাবে সরেজমিনে পরিদর্শন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২। পরিদর্শনকারী কর্মকর্তাগণ প্রতিদিন পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সুপারিন্টেনডেন্ট বরাবর দাখিল করবেন। সুপারিন্টেনডেন্ট ৩য় প্রান্তিক মূল্যায়ন শেষে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তার এবং অধীনস্ত কর্মকর্তাগণের প্রতিবেদনের একটি সারসংক্ষেপ প্রশিক্ষণ বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ইমেইল dirtraindpe@gmail.com এ প্রেরণের করবেন।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান এনডিসি 
পরিচালক (প্রশিক্ষণ)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.