প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক পরীক্ষা: মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক পরীক্ষা: মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের নির্দেশ
👉১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিকের শিক্ষার্থী মূল্যায়ন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ থেকে জারি করা নং: ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩. ১৫৬ স্মারকে উল্লেখ করা হয় যে, এ বছরের প্রস্তাবিত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন গ্রহণ করতে হবে।
মূল্যায়ন পদ্ধতি যেভাবে হবে
২০২৫ সালের নতুন মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী—
-
১ম ও ২য় শ্রেণি
-
৫০% ধারাবাহিক মূল্যায়ন
-
৫০% সামস্টিক (লিখিত) মূল্যায়ন
-
-
৩য় থেকে ৫ম শ্রেণি
-
৩০% ধারাবাহিক মূল্যায়ন
-
৭০% সামস্টিক (লিখিত) মূল্যায়ন
-
এ নির্দেশিকা অনুসারে মূল্যায়ন গ্রহণে সংশ্লিষ্ট শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদেশে জরুরিতার উল্লেখ
স্মারকে আরও বলা হয়েছে, বিষয়টি “অতীব জরুরি”। অর্থাৎ, মাঠপর্যায়ে অবিলম্বে নির্দেশনা কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে।
স্বাক্ষরকারী কর্মকর্তা
আদেশটি স্বাক্ষর করেন
এ. কে. মোহাম্মদ সামছুল আহসান,
পরিচালক (পলিসি এন্ড অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপসংহার
৩য় প্রান্তিকের মূল্যায়ন যথাসময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং নির্দেশিকা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা প্রস্তুত হচ্ছেন। নতুন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ১৫ অগ্রহায়ণ ১৪৩২ ৩০ নভেম্বর ২০২৫
নং: ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩. ১৫৬
বিষয়: ৩য় প্রান্তিকে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী মূল্যায়ন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানোনা যাচ্ছে যে, আগামী ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে সারা দেশব্যাপি সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিকের মূল্যায়ন শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে প্রস্তাবিত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকার আলোকে ১ম-২য় শ্রেণিতে ৫০% ধারাবাহিক ও ৫০% সামস্টিক (লিখিত) এবং ৩য়-৫ম শ্রেণিতে ৩০% ধারাবাহিক ও ৭০% সামস্টিক (লিখিত) মূল্যায়নের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
এ, কে মোহম্মদ সামছুল আহসান
পরিচালক (পলিসি এন্ড অপারেশন)



No comments
Your opinion here...