সময়সূচি মেনে তৃতীয় সাময়িক পরীক্ষা পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
সময়সূচি মেনে তৃতীয় সাময়িক পরীক্ষা পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
👉আগামী ১ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু
বিস্তারিত সংবাদ প্রতিবেদন:
আগামী ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০২.২০২৫-২৮৫০ এর মাধ্যমে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যথাসময়ে পরীক্ষার সুষ্ঠু ও ব্যর্থতাহীন সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়, তৃতীয় সাময়িক পরীক্ষার পুরো প্রক্রিয়া যেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্বচ্ছভাবে, এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রতিটি বিদ্যালয়কে বিশেষ সতর্কতা নিতে হবে। পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কোনো ধরনের শৈথিল্য, অবহেলা বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ.কে. মোহম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি ইতোমধ্যে সকল উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
শিক্ষা প্রশাসন সূত্র জানায়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের শেষভাগে শিক্ষার্থীর শেখার অগ্রগতি মূল্যায়নের অংশ হিসেবেই এই তৃতীয় সাময়িক পরীক্ষা আয়োজন করা হয়।
পরীক্ষার দিনসূচি অনুযায়ী সকল বিদ্যালয়কে প্রশ্নপত্র প্রস্তুত, কক্ষ ব্যবস্থাপনা, পরীক্ষক নিয়োগ এবং মূল্যায়ন কার্যক্রমের ব্যাপারে আগে থেকেই প্রস্তুতিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে, অভিভাবকরাও পরীক্ষাকে সামনে রেখে সন্তানদের প্রস্তুতি নিতে শুরু করেছেন, আর শিক্ষকরা নিয়মিত পাঠদান ও পুনরাবৃত্তির ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ বছরও পরীক্ষাটি নির্বিঘ্নে সম্পন্ন হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ।
৩০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০২.২০২৫-২৮৫০
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ০১/১২/২০২৫ তারিখ হতে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২. তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণে শিক্ষক/কর্মকর্তার কোন প্রকার শৈথিল্য/অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাক্ষরিত
এ.কে. মোহম্মদ সামছুল আহসান
পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments
Your opinion here...