সরকারি কর্মকর্তাদের বেতন থেকে বাধ্যতামূলক উৎসে কর কর্তনের নির্দেশ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সকল দপ্তরে পত্র জারি
সরকারি কর্মকর্তাদের বেতন থেকে বাধ্যতামূলক উৎসে কর কর্তনের নির্দেশ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সকল দপ্তরে পত্র জারি
সংবাদ প্রতিবেদন:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে নিয়ম অনুযায়ী উৎসে আয়কর কর্তন নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে কর্মরত বহু কর্মকর্তা-কর্মচারীর করযোগ্য আয় থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী মাসিক বেতন থেকে আয়কর কর্তন করা হয়নি বলে iBAS++ প্ল্যাটফর্মে পর্যবেক্ষণে উঠে আসে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়সমূহকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়।
এনবিআর-এর উদ্বেগ ও নির্দেশনা
জাতীয় রাজস্ব বোর্ডের আধা সরকারি পত্র (নং-০৮.০০.০০০০.০১১.৯৯.০০১.২৫-১৬৮, তারিখ: ০৭ অক্টোবর ২০২৫) অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন আয় থেকে উৎসে কর কর্তনের বিধান দীর্ঘদিন ধরেই প্রচলিত। আয়কর আইন, ২০১৩ এর ধারা ৮৬(৩) অনুযায়ী ডিডিও কর্তৃক বেতন বিল প্রস্তুত বা স্বাক্ষরের সময় ওই কর্মকর্তা/কর্মচারীর বার্ষিক আনুমানিক করযোগ্য আয়ের ভিত্তিতে উৎসে কর কর্তন করা বাধ্যতামূলক।
এনবিআর পর্যবেক্ষণে দেখা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারী করযোগ্য বেতন পাওয়া সত্ত্বেও বেতন বিল থেকে কোনো ধরনের কর কর্তন না করেই মাসিক বেতন গ্রহণ করছেন। বিশেষ করে, যেসব পুরুষ কর্মকর্তার মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা বা তার বেশি এবং যেসব নারী কর্মকর্তার মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাঁদের আয় ইতোমধ্যেই করমুক্ত সীমা অতিক্রম করেছে—তাই তাঁদের ক্ষেত্রে প্রতি মাসে উৎসে কর কর্তন সম্পূর্ণ বাধ্যতামূলক।
মন্ত্রণালয়ের নির্দেশনা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৬ অক্টোবর ২০২৫ তারিখের পত্রে (স্মারক নং-৩৮.০০.০০০০.০০৬.২০.১৬০.২২.৩৬৩) চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে নির্দেশ দেয় যে—
যদি কোনো কর্মকর্তা অন্য কোনো উৎস হতে অগ্রিম কর পরিশোধ করে থাকেন, তবে তা সমন্বয়পূর্বক মাসিক বেতন থেকে উৎসে কর কর্তন নিশ্চিত করতে হবে।
এছাড়া সকল দপ্তর ও অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন ভাতা প্রদানের পূর্বে কর কর্তনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদক্ষেপ
২৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (স্মারক ৩৮.০১.০০০০.১৫২.০২০.৭৩.২০১৭-৭১১) সংশ্লিষ্ট দপ্তরসমূহকে পত্র প্রেরণ করে। এতে বলা হয়—
করযোগ্য বেতনভাতার ক্ষেত্রে অন্য কোনো উৎস থেকে অগ্রিম কর দেওয়া থাকলে তা সমন্বয় করতে হবে।
-
সমন্বয়ের পর নিয়মিত উৎসে আয়কর কেটে বেতন ভাতা পরিশোধ করতে হবে।
-
নির্দেশনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পত্রটিতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) সেলিনা আখতার।
কর্তৃপক্ষের সতর্কতা
সরকারি বেতন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আয়কর কর্তনের নিয়ম কঠোরভাবে প্রয়োগের নির্দেশ এসেছে। নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ডিডিও এবং আর্থিক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এনবিআর।
উপসংহার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন আয় থেকে উৎসে আয়কর কর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অবহেলার কারণে কর ফাঁকি বা ভুলভাবে কর কর্তন বন্ধে সরকার এবার কঠোর অবস্থানে রয়েছে।
চলতি আয় বছরে করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা এখনও কর প্রদান করছেন না, তাঁদের ক্ষেত্রে শিগগিরই কঠোর নজরদারি ও শৃঙ্খলাবদ্ধ আর্থিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখঃ ১২ অগ্রহায়ন ১৪৩২ ২৭ নভেম্বর ২০২৫
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৫২.০২০.৭৩.২০১৭-৭১১
অনুলিপিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০৬.২০.১৬০.২২.৩৬৩, তারিখঃ ১৬ অক্টোবর ২০২৫খ্রিঃ এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর আধা সরকারি পত্র নং ০৮.০০.০০০০.০১১.৯৯.০০.২৫.১৬৮, তারিখ: ০৭ অক্টোবর ২০২৫খ্রি: অনুসারে করযোগ্য বেতন ভাতাদি পরিধোশের ক্ষেত্রে অন্য কোন উৎস হতে অগ্রিম পরিশোধ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক উৎসে আয়কর কর্তনের পর বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা সংক্রান্ত পত্রখানা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
সেলিনা আখতার
সহকারী পরিচালক অর্থ-রাজস্ব,
অর্থ বিভাগ
প্রাথমিক শিক্ষা অধিপদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাজেট ও অডিট শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.mopme.gov.bd
তারিখ: ৩১ আশ্বিন ১৪৩২ ১৬ অক্টোবর ২০২৫
স্মারক নং-৩৮.০০.০০০০.০০৬.২০.১৬০.২২.৩৬৩
বিষয়: আয়কর আইন ২০২৩ এর ধারা ৬৬(৩) অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের বেতন আয় হতে উৎস কর সংক্রান্ত।
সূত্র: চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর আধা সরকারি পত্র নং- -০৮,০০,০০০০.০১১.৯৯.০০.২৫-১৬৮, তারিখ: ০৭অক্টোবর ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের মর্মানুযায়ী চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারকে করযোগ্য বেতন ভাতাদি পরিশোধের ক্ষেত্রে অন্য কোন উৎস হতে অগ্রিম পরিশোধ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক উৎসে আয়কর কর্তনের পর বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক- ১ (এক) পাতা।
(ডা. মোঃ মাহফুজুল উপসচিব
(বাজেট ও অডিট)
সচিব
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
ও
চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
Secretary Internal Resources Division
and
Chairman National Board of Revenue
আধা সরকারী পত্র নং-০৮.০০.০০০০.০১১.৯৯.০০১.২৫-১৬৮
প্রিয় মহোদয়,
আসসালামু আলাইকুম।
আপনি অবগত আছেন যে, আয়কর আইন, ২০১৩ এর ধারা ৮৬(৩) অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচাপালের বেতন আয় হাতে উৎসে কর কর্তনের বিধান রয়েছে, যা নিম্নরূপ-
"যেইক্ষেত্রে কোনো সরকারি কর্মকর্তা আয়নকারী ও ব্যয়নকারী কর্মকর্তা (ডিডিও) হিসাবে কার্য সম্পাদন করিয়াছেন বা সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট হইতে "চাকরি হইতে আয়' উত্তোলন করিবার জন্য নিজের বা অন্য কোনো সরকারি অবীনন্তের জন্য নিল প্রস্তুত বা স্বাক্ষর করিয়াছেন, সেইক্ষেত্রে তিনি উক্ত বিল তৈরি বা স্বাক্ষরের সময়, উক্ত আয়বর্ষের জন্য প্রদেয় বাকি বেতন যদি করমুক্ত সীমা অতিক্রম করে, তাহা হইলে উক্ত আয়বর্ষের আনুমানিক মোট আয়ের জন্য প্রযোজ্য করেৎ গড হারে কর কর্তন করিবেন।"
০২। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও আয়কর কর্তন সংক্রান্ত iBAS++ প্ল্যাটফর্মে রক্ষিত তথ্য পর্যবেক্ষণে দেখা যায় যে, আপনার মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিগুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারি তাদের মাসিক বেতন বিল হতে কোন আয়কর কর্তন করেন না। উল্লেখ্য যে, চলতি আয় বছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারির মাসিক মূল বেতনের গবিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নার। কর্মকর্তা-কর্মচারির মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় তাঁদের বেতন হতে প্রতি মাসে উৎসে কর কর্তন করা আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাঞ্চ্যতামূলক।
০৩। এমতাবস্থায়, আপনার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত চিফ অ্যাকাউন্টস এড ফিন্যাস. অফিসারকে করযোগ্য বেতন ভাতাদি পরিশোধের ক্ষেত্রে (তান্য কোন উৎস ইতে অগ্রিম জাকের পরিশোধ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক) উৎসে আয়কর কর্তনের পর বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করার জন্য মহোদয়কে বিনীত অনুরোধ করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ আবদুর রহমান খান এফসিএমএ
অবগতির জন্য প্রেরণঃ
জনাব আবু তাহের মো: মাসুদ রানা
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয় ঢাকা।





No comments
Your opinion here...