এনআইডি সংশোধন ও ভোটার স্থানান্তর কার্যক্রম স্থগিত করল নির্বাচন কমিশন
এনআইডি সংশোধন ও ভোটার স্থানান্তর কার্যক্রম স্থগিত করল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এনআইডি সংশোধন ও ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ২৩ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি সংশোধনের কার্যক্রম স্থগিত করা হলো। একই সঙ্গে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রমও বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
তবে নাগরিক সেবা পুরোপুরি বন্ধ হচ্ছে না। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, নতুন ভোটার নিবন্ধন এবং এনআইডি নিবন্ধন কার্যক্রম যথারীতি চলমান থাকবে। অর্থাৎ নতুন ভোটারদের তথ্য সংগ্রহ ও এনরোলমেন্ট কার্যক্রমে কোনো ধরনের বাধা থাকবে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বলা হয়েছে।
কমিশন সূত্র জানায়, চলমান প্রশাসনিক সমন্বয়, ডেটা নিরাপত্তা, প্রযুক্তিগত আপডেটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই সাময়িক স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশনায় সংশোধন ও স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।
ইসির এই সিদ্ধান্তে আপাতত এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি বন্ধ থাকবে। তবে নতুন ভোটার হতে আগ্রহীদের নিবন্ধন, বায়োমেট্রিক সংগ্রহ এবং স্মার্টকার্ড বা লেমিনেটেড কার্ড প্রদানসহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে।
(একই স্মারক ও তারিখে স্থলাভিষিক্ত)
বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা
নির্বাচন সহায়তা-২ শাখা
তারিখঃ ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
নং- ১৭,০০,০০০০,০২৬.৩২.০১৩.২৩-২৬৭
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত-
১) (ক) এনআইডি সংশোধনের কার্যক্রম স্থগিত থাকবে; ও
(খ) ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রম বন্ধ থাকবে।
২) তবে, ভোটার/এনআইডি নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।
০২। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হলো।
স্বাক্ষরিত
(মোহাম্মদ দেলোয়ার হোসেন)
সিনিয়র সহকারী সচিব (নিঃসঃ-২)



No comments
Your opinion here...