সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি: খাদ্য সরবরাহ, বিতরণ ও রেকর্ড সংরক্ষণে ১৩টি নমুনা ফরম ও সাপ্তাহিক খাদ্য তালিকা প্রেরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি: খাদ্য সরবরাহ, বিতরণ ও রেকর্ড সংরক্ষণে ১৩টি নমুনা ফরম ও সাপ্তাহিক খাদ্য তালিকা প্রেরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে "ফিডিং কর্মসূচি" বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ, গ্রহণ, বিতরণ ও বিল পরিশোধ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ১৩টি নমুনা ফরম এবং সংশোধিত সাপ্তাহিক খাদ্য তালিকা বিদ্যালয় পর্যায়ে প্রেরণ করেছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩৮.০১,০০০০.০১২.০৯৯.০০১.২৫-৫১৯(১৫০) অনুসারে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এই নির্দেশনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অবহিত করা হয়েছে।
🔶 প্রেরিত নমুনা ফরমের তালিকা (১৩টি)
ফিডিং কর্মসূচি ব্যবস্থাপনায় যে ফরমগুলো ব্যবহার করতে হবে—
-
ডেলিভারি চালান - UHT মিল্ক
-
ডেলিভারি চালান - ফর্টিফাইড বিস্কুট
-
ডেলিভারি চালান - বনরুটি, ডিম, কলা
-
বিদ্যালয়ে গৃহীত খাদ্যের মাসিক প্রতিবেদন
-
UHT দুধ বিদ্যালয় পর্যায়ে সরবরাহের বিবরণী
-
ফর্টিফাইড বিস্কুট বিদ্যালয় পর্যায়ে সরবরাহের বিবরণী
-
বনরুটি, ডিম ও কলা সরবরাহের বিবরণী
-
সেলস ইনভয়েস - UHT মিল্ক
-
সেলস ইনভয়েস - ফর্টিফাইড বিস্কুট
-
সেলস ইনভয়েস - বনরুটি, ডিম, কলা
-
বিদ্যালয়ের স্টক রেজিস্টার
-
বিদ্যালয়ের মাসিক স্টক প্রতিবেদন
-
উপজেলা পর্যায়ের মাসিক স্টক প্রতিবেদন
এছাড়া ১টি সংশোধিত সাপ্তাহিক খাদ্য তালিকা প্রেরিত হয়েছে।
🔶 সাপ্তাহিক খাদ্য তালিকা (সংশোধিত)
| সপ্তাহের দিন | খাদ্য সামগ্রী |
|---|---|
| রবিবার | বনরুটি (১২০ গ্রাম) + সিদ্ধ ডিম (৬০ গ্রাম) |
| সোমবার | বনরুটি (১২০ গ্রাম) + ইউএইচটি দুধ (২০০ গ্রাম) |
| মঙ্গলবার | ফর্টিফাইড বিস্কুট (৭৫ গ্রাম) + মৌসুমী ফল/কলা (১০০ গ্রাম) |
| বুধবার | বনরুটি (১২০ গ্রাম) + সিদ্ধ ডিম (৬০ গ্রাম) |
| বৃহস্পতিবার | বনরুটি (১২০ গ্রাম) + সিদ্ধ ডিম (৬০ গ্রাম) |
🔶 নির্দেশনায় যা বলা হয়েছে
ফিডিং কর্মসূচি ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু হয়েছে।
-
সঠিকভাবে খাদ্য গ্রহণ, বিতরণ, স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ এবং বিল পরিশোধ নিশ্চিত করতে ফরমগুলো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
-
সংশ্লিষ্ট সকল বিদ্যালয়কে নমুনা ফরমসমূহ অনুসরণ করে দ্রুত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
🔶 উপসংহার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ এই ফিডিং কর্মসূচি। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ফরম ও খাদ্য তালিকা প্রেরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
প্রেরিত ডক ফাইল ও পিডিএফের মাধ্যমে বিদ্যালয়গুলো এখন নিয়মিত স্টক, বিতরণ ও সরবরাহ কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনা করতে পারবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
তারিখ: ০২ অগ্রহায়ণ ১৪৩২ ১৭ নভেম্বর ২০২৫
স্মারক নং- ৩৮.০১,০০০০.০১২.০৯৯.০০১.২৫-৫১৯(১৫০)
বিষয়: "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের খাদ্য সরবরাহ, গ্রহণ, বিতরণ, রের্কডকরণ ও বিল পরিশোধ সংক্রান্ত নমুনা ফরমেট প্রেরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত নিম্নবর্ণিত ১৩টি তথ্য ফরম ও ১টি সাপ্তাহিক খাদ্য তালিকা প্রণয়ন করা হয়েছে।
১. নমুনা ফরম-১-ডেলিভারি চালান-UHT মিল্ক
২. নমুনা ফরম-২-ডেলিভারি চালান-ফর্টিফাইড বিস্কুট
৩. নমুনা ফরম-৩-ডেলিভারি চালান-বনরুটি, ডিম, কলা
৪. নমুনা ফরম-৪-বিদ্যালয়ে গৃহীত খাদ্যের মাসিক প্রতিবেদন
৫. নমুনা ফরম-৫-UHT দুধ বিদ্যালয় পর্যায়ে সরবরাহের বিবরণী
৬. নমুনা ফরম-৬- ফটিফাইড বিস্কুট বিদ্যালয় পর্যায়ে সরবরাহের বিবরণী
৭. নমুনা ফরম-৭-বনরুটি, ডিম ও কলা বিদ্যালয় পর্যায়ে সরবরাহের বিবরণী
৮. নমুনা ফরম-৮-সেলস ইনভয়েস-UHT মিল্ক
৯. নমুনা ফরম-৯-সেলস ইনভয়েস-ফর্টিফাইড বিস্কুট
১০. নমুনা ফরম-১০-সেলস ইনভয়েস-বনরুটি, ডিম, কলা
১১. নমুনা ফরম-১১-বিদ্যালয়ের স্টক রেজিস্ট্রার
১২. নমুনা ফরম-১২- বিদ্যালয়ের মাসিক স্টক প্রতিবেদন
১৩. নমুনা ফরম-১৩- উপজেলা পর্যায়ের মাসিক স্টক প্রতিবেদন
১৪. সাপ্তাহিক খাদ্য তালিকা
এমতাবস্থায় উক্ত নমুনা ফরমগুলো এবং সাপ্তাহিক খাদ্য তালিকা বিদ্যালয় পর্যায়ে প্রেরণ, অবহিতকরণ ও অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য বর্ণিত ১৩টি তথ্য ফরম এবং একটি খাদ্য তালিকার ডক ফাইল ও পিডিএফ ফাইল এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনামতে ১৩টি তথ্য ফরম ও ১টি সাপ্তাহিক খাদ্য তালিকা
স্বাক্ষরিত
(মোহাম্মদ হারুন-অর-রশীদ)
(যুগ্মসচিব)
প্রকল্প পরিচালক।
সাপ্তাহিক খাদ্য তালিকা (সংশোধিত)
সাপ্তাহিক বিদ্যালয় দিবস
রবিবার
খ্যাদ্য সামগ্রী বিতরণ
বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০গ্রাম)
সোমবার
বনরুটি (১২০ গ্রাম) এবং ইউএইচটি দুধ (২০০গ্রাম)
মঙ্গলবার
ফটিফাইড বিস্কুট (৭৫গ্রাম) এবং স্থানীয় মৌসুমী ফল/কলা (১০০গ্রাম)
বুধবার
বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০গ্রাম)
বৃহস্পতিবার
বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০গ্রাম)
সম্পুর্ন পিডিএফ ডাউনলোড


No comments
Your opinion here...