ad

মেধা যাচাই ২০২৫: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্রে যুক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

Views

 


মেধা যাচাই ২০২৫: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্রে যুক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা 

সরকারি প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ পরীক্ষাকে ঘিরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে। প্রবেশপত্রের সঙ্গে যুক্ত করা এই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার্থীকে নিয়মগুলো যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত সংবাদ প্রতিবেদন

আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ পরীক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ১২টি বিধিনিষেধ ও নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা প্রবেশপত্রে সংযুক্ত থাকবে এবং পরীক্ষা শুরুর পূর্বেই প্রতিটি পরীক্ষার্থীকে সেগুলো ভালোভাবে পড়ে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথম নির্দেশনায় বলা হয়েছে, উত্তরপত্রের (OMR) কভার পৃষ্ঠার বৃত্তাকার ঘরগুলো কালো বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে, যাতে ভরাট অংশের ভেতরের লেখাগুলো দৃশ্যমান না থাকে। এই অংশ ভুলভাবে পূরণ করলে মূল্যায়ন প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে।

পরীক্ষার্থীদের জন্য কঠোরভাবে জানানো হয়েছে যে ওএমআর শিট ভাঁজ করা যাবে না, এবং প্রয়োজন অনুযায়ী মার্জিন টানতে স্কেল ব্যবহার করা যাবে। উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকে উত্তর লেখা শুরু করতে হবে।

পরীক্ষায় খসড়া কাজের জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না, এবং পরীক্ষার্থীদের বাইরে থেকে আলাদা কাগজ আনার অনুমতিও নেই। পরীক্ষাকক্ষে কোনো প্রয়োজন হলে পরীক্ষার্থী দাঁড়িয়ে ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে—এটি আলাদা করে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র, প্রবেশপত্র বা টেবিলে কিছু লিখতে পারবে না, যা পরীক্ষার শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ আরেকটি নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র বিতরণের পর প্রথম এক ঘণ্টায় কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে অবশ্যই উত্তরপত্র জমা দিয়ে সুশৃঙ্খলভাবে বের হতে হবে।

উত্তরপত্রের ক্ষেত্রে বিশেষ সতর্কতা হিসেবে জানানো হয়েছে যে, উত্তরপত্রের Top Cover ছেঁড়া, কাটা, ক্রমিক নম্বরবিহীন বা Double OMR যুক্ত থাকলে পরীক্ষার আগে তা পরিবর্তন করে নিতে হবে। একইভাবে সেলাইবিহীন বা ত্রুটিযুক্ত উত্তরপত্র পরীক্ষায় ব্যবহার করা যাবে না।

সবশেষে পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে কঠোর নির্দেশনা—পরীক্ষা হলে মোবাইল ফোনসহ কোনো ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, নির্দেশনাগুলো মানা না হলে পরীক্ষার্থী পরীক্ষার সুযোগ হারাতে পারে বা ফলাফলে প্রভাব পড়তে পারে। তাই অভিভাবকদেরও সন্তানের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর প্রবেশপত্রে সংযুক্ত হতে যাওয়া নির্দেশাবলি।

১. উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরের লেখাগুলো দেখা না যায়। বৃত্তাকার ঘরগুলো কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে।
২. ওএমআর শিট/উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল ও পেন্সিল/কলম ব্যবহার করা বাঞ্ছনীয়।
৩. উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় খালি অংশে যেখানে “এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে” লেখা আছে তার নিচ থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে।
৪. খসড়া (Rough) এর জন্য কোনো পৃথক কাগজ দেয়া হবে না এবং এ জন্য বাইরে থেকেও কোনো প্রকার পৃথক কাগজ আনা যাবে না।
৫. পরীক্ষা কক্ষে কোনো কিছুর প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি কাছে আসলে তাঁর নিকট পরীক্ষার্থী বক্তব্য পেশ করবে।
৬. প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে, প্রবেশপত্রে, টেবিলে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৭. প্রশ্নপত্র বিতরণের সময় হতে এক ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো কারণেই পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না।
৮. পরীক্ষা সমাপ্তির পর প্রত্যেক পরীক্ষার্থীকে কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট তার উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে।
৯. কোনো পরীক্ষার্থীকে দিয়ে টপ কভারের প্রথম অংশ ছেঁড়া যাবে না এবং ইনভিজিলেটর পরীক্ষা শেষ হওয়ার পূর্বে টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবেন না।
১০. সেলাইবিহীন উত্তরপত্র/অর্ধেক সেলাই করা উত্তরপত্র/ত্রুটিপূর্ণ সেলাই করা উত্তরপত্র/উত্তরপত্রের সাথে Double OMR থাকলে পরীক্ষার কাজে ব্যবহার করা যাবে না।
১১. পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না।
১২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের Top Cover (OMR) মুদ্রণে কোন ধরনের ত্রুটি বা ক্রমিক নম্বর মুদ্রিত না থাকলে বা উত্তরপত্র ছেঁড়া কাটা থাকলে বা উত্তরপত্রের সাথে Double OMR থাকলে উত্তরপত্রটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে।

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.