ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: ছয় বিভাগে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুতের নির্দেশ

Views



 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: ছয় বিভাগে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুতের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুতের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট—এই ছয় বিভাগে আবেদন গ্রহণ সম্পন্ন হওয়ায় পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী মূল বিষয়গুলো হচ্ছে:

১৫ অগ্রহায়ণ ১৪৩২ / ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। জানুয়ারি ২০২৬–এর ২ বা ৩ তারিখকে পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় নিয়ে আসন বিন্যাসের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত বিশেষ সফটওয়্যারে সংশ্লিষ্ট জেলার পরীক্ষার্থীদের আসন বিন্যাস তথ্য এন্ট্রি করার কাজ আগামী ৩০ নভেম্বর ২০২৫–এর মধ্যে শেষ করতে হবে। এজন্য সংযুক্ত তালিকায় উল্লেখিত জেলাগুলোকে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে সফটওয়্যারে তথ্য আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান

প্রত্যাশা করা হচ্ছে যে:

  1. ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসন বিন্যাস চূড়ান্ত করা হবে।

  2. ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র ও প্রবেশপত্র সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

  3. জানুয়ারি ২০২৬ এর প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে নিয়মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) পর্যবেক্ষণ করার জন্য।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছয় বিভাগের লাখো পরীক্ষার্থীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd


তারিখঃ ১৫ অগ্রহায়ণ ১৪৩২ ২৫ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ (রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস। 

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ (রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) এর আবেদন গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে। জানুয়ারি/২০২৬ মাসের ২/৩ তারিখ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুত করা প্রয়োজন। সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট জেলার পরীক্ষার্থীর আসন বিন্যাস করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করত: আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারে এন্ট্রির কাজ আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনা মতে।

স্বাক্ষরিত

 (এ. কে. মোহম্মদ সামছুল আহসান) 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,

পরিচালক (পলিসি ও অপারেশন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.