ad

APSS-২০২৫ তথ্য দাখিলের সময় বাড়ালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Views



APSS-২০২৫ তথ্য দাখিলের সময় বাড়ালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPEMIS সফটওয়্যারের আওতায় পরিচালিত বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS)-২০২৫ এর তথ্য দাখিলের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে ১১ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.১১৩.২০২৫-৬৩০ অনুযায়ী এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ৬ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত APSS তথ্য মডিউলে বিদ্যালয়গুলোর তথ্য এন্ট্রির সময় নির্ধারিত ছিল। কিন্তু ২৫ নভেম্বর অনুষ্ঠিত জুম সভায় বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা জানান যে, কতিপয় কারিগরি সমস্যার কারণে সব ক্যাটাগরির বিদ্যালয়ের তথ্য IPEMIS-এর APSS মডিউলে সময়মতো দাখিল করা সম্ভব হচ্ছে না।

পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে APSS প্রতিবেদন প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ বার্ষিক কার্যক্রম। তথ্য দাখিলে বিলম্বের সম্ভাবনা বিবেচনা করে বিভাগটি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে আগের সময়সীমা ২৬ নভেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আদেশে পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ইমামুল ইসলাম স্বাক্ষর করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন সময়সীমার মধ্যে সকল বিদ্যালয় সংশ্লিষ্ট তথ্য দ্রুত সম্পন্ন করবে এবং APSS-২০২৫ প্রতিবেদন প্রণয়ন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ

 মিরপুর-২, ঢাকা

www.dpe.gov.bd

তারিখ: ১১ অগ্রহায়ণ ১৪৩২ ২৬ নভেম্বর ২০২৫

স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.১১৩.২০২৫-৬৩০

বিষয়: IPEMIS সফটওয়্যারের আওতায় APSS-২০২৫ এর তথ্য মডিউলে এন্ট্রি সম্পন্নকরণে সময় বর্ধিতকরণ সংক্রান্ত।

সূত্র: ক) ৩৮.০১.০০০০.৮০১.০৩.২৫-৬০৯/৫১৩; তারিখ: ০৬ নভেম্বর ২০২৫

খ) ৩৮.০১.০০০০,০০০,৮০০.১৯.০০০২.২৫.৮; তারিখ: ১৮ নভেম্বর ২০২৫

উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS) প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত তথ্য দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জুম সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক কতিপয় সমস্যার কারণে সকল ক্যাটাগরির বিদ্যালয়ের তথ্য APSS মডিউলে দাখিল করা সম্ভব হচ্ছেনা মর্মে অবহিত করা হয়।

২। বর্ণিতাবস্থায়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৫ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মডিউলে তথ্য দাখিলের নির্ধারিত সময়সীমা ২৬ নভেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পূননির্ধারণ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ ইমামুল ইসলাম 

পরিচালক (চলতি দায়িত্ব)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.