প্রাথমিক শিক্ষকদের বেতন উন্নয়ন, টিফিন ভাতা ও নন-ভেকেশনাল ঘোষণা বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষকদের বেতন উন্নয়ন, টিফিন ভাতা ও নন-ভেকেশনাল ঘোষণা বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১১ নভেম্বর ২০২৫
প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো, পদোন্নতি, টিফিন ভাতা ও নন-ভেকেশনাল ঘোষণা বিষয়ে তথ্য অধিকার আইনের মাধ্যমে পাওয়া সর্বশেষ তথ্য প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনাব মোঃ মাহবুবর রহমান নামের এক ব্যক্তি ২৭ জুলাই ২০২৫ তারিখে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করলে, মন্ত্রণালয় ১১ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উত্তর প্রদান করে।
চিঠিটি স্বাক্ষর করেন মোহাম্মদ আলম হোসেন, উপসচিব, বিদ্যালয়-১ অধিশাখা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
📋 চাহিত তথ্যের বিষয়বস্তু:
আবেদনে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন থেকে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশের অগ্রগতি জানতে চাওয়া হয়। এসব সুপারিশ ছিল—
১. শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো,
৩. পেশাগত অগ্রগতির ধাপ,
৭. শিক্ষকদের নন-ভেকেশনাল ঘোষণা,
১১. টিফিন ভাতা বৃদ্ধি।
🏛️ মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী অবস্থা:
১️⃣ স্বতন্ত্র বেতন কাঠামো:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
৩️⃣ বেতন গ্রেড উন্নীতকরণ:
মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে, দেশের ৬৫,৫০২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে, এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে কার্যক্রমও চলমান আছে।
৭️⃣ নন-ভেকেশনাল ঘোষণা:
প্রাথমিক বিদ্যালয়কে নন-ভেকেশনাল ঘোষণা করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
১১️⃣ টিফিন ভাতা:
শিক্ষকদের টিফিন ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
🧾 আবেদনকারীর তথ্য:
আবেদনকারী জনাব মোঃ মাহবুবর রহমান,
পিতা: আলহাজ ছাবের উদ্দীন,
গ্রাম: হিন্দা, ডাকঘর: হিন্দা কসবা,
থানা: ক্ষেতলাল, জেলা: জয়পুরহাট।
📌 সারসংক্ষেপ:
এই প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষকদের বেতন ও ভাতাসংক্রান্ত বহু দাবি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষকদের বেতন উন্নীতকরণে কিছু অগ্রগতি হলেও, সহকারী শিক্ষক, নন-ভেকেশনাল ঘোষণা এবং টিফিন ভাতা বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
🔗 সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়-১ অধিশাখা,
স্মারক নং- ৩৮.০০.০০০০.০০৭.০৪.০০৫.২০২৪-৭৮৫
তারিখ: ১১ নভেম্বর ২০২৫ খ্রি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
নং-৩৮.০০.০০০০.০০৭.০৪.০০৫.২০২৪-৭৮৫
তারিখ ২৬ কার্তিক ১৪৩২ ১১ নভেম্বর ২০২৫
বিষয়: তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য সরবরাহ সংক্রান্ত।
সূত্র: জনাব মোঃ মাহবুবর রহমান এর ২৭/৭/২০২৫ খ্রি: তারিখের আবেদন।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার ২৭/৭/২০২৫ খ্রি: তারিখের আবেদনের প্রেক্ষিতে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নিম্নোক্ত তথ্যাদি প্রদান করা হলো:
চাহিত তথ্যঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্মারক নম্বর (তারিখ: ৩৮.০০.০০০০.০০৫.৯৯.০০১.১৮-২১৪ ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: কপি সংযুক্ত) গঠিত কনসালটেশন কমিটির ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি: প্রকাশিত পরিশিষ্ট ৫: শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি-দাওয়ার বিষয়ে কমিটির সুপারিশ আশু (পৃঃ ১১৩,১১৪) ক্রমিক ১,৩,৭ যথাক্রমে ১। শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো ৩। পেশাগত অগ্রগতির ধাপ ৭। নন- ভেকেশনাল হিসেবে ঘোষণা এবং ১১৬ নং পৃষ্ঠার ক্রমিক ১১। টিফিন ভাতা (পৃ: ১১৩,১১৪, ও ১১৬ কপি সংযুক্ত) বাস্তবায়নের নিমিত্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অদ্যাবধি পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহন করেছে তার বিস্তারিত তথ্য পেতে চাই।
প্রদত্ত তথ্যঃ
১। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো প্রদানের জন্য কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
৩। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ জারী করা হয়েছে। অবশিষ্ট ৬৫,৫০২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরনের লক্ষ্যে কার্যক্রম চলমান আছে।
৭। নন-ভেকেশনাল হিসেবে ঘোষণা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
১১। টিফিন ভাতা বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।
স্বাক্ষরিত
মোহাম্মদ আলম হোসেন
উপসচিব
তথ্য চেয়ে আবেদন করেছিলেনঃ
জনাব মোঃ মাহবুবর রহমান
পিতা: আলহাজ ছাবের উদ্দীন
গ্রাম: হিন্দা, পোষ্ট: হিন্দা কসবা, থানা: ক্ষেতলাল, জেলা: জয়পুরহাট।



No comments
Your opinion here...