ad

২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি শুরু ১২ নভেম্বর থেকে — টেলিটকের মাধ্যমে তথ্য প্রদান বাধ্যতামূলক

Views


২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি শুরু ১২ নভেম্বর থেকে — টেলিটকের মাধ্যমে তথ্য প্রদান বাধ্যতামূলক

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই)
ঢাকা

২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজসহ মহানগর, জেলা সদর এবং উপজেলা সদরের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।

ডিএসএইচই থেকে জারি করা স্মারক নং ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪).১৯৬৮, তারিখ ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী, ভর্তি সংক্রান্ত তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ প্রদান করতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানগণকে আগামী ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে—

1️⃣ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।
2️⃣ কোনো শ্রেণি বা শাখায় শিক্ষার্থী সংখ্যা ৫৫ জনের বেশি দেওয়া যাবে না।
3️⃣ ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (Police Station) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করতে পারবে।
4️⃣ ব্যাংক সংক্রান্ত তথ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর দিতে হবে। কোনোভাবেই এনালগ নম্বর প্রদান করা যাবে না।
5️⃣ রেজিস্ট্রেশন ফরমে কোনো ভুল তথ্য প্রদান করলে এবং এর ফলে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

ডিএসএইচই পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম অনলাইন ভিত্তিকভাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়। এবারও একই প্রক্রিয়ায় ভর্তি আবেদন ও তথ্য হালনাগাদ সম্পন্ন হবে।


সংক্ষিপ্ত তথ্য এক নজরে:
📅 তথ্য প্রদান সময়: ১২ – ১৯ নভেম্বর ২০২৫
🌐 ওয়েবসাইট: gsa.teletalk.com.bd
🎓 শ্রেণি: ১ম থেকে ৯ম
🏫 প্রযোজ্য: সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, স্কুল অ্যান্ড কলেজ
📢 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক (মাধ্যমিক), ডিএসএইচই

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪).১৯৬৮

তারিখ: ১০/১১/২০২৫ খ্রি.

বিষয়: ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল এন্ড কলেজ এবং মহানগরী, জেলার সদর উপজেলা ও অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) এ ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল এন্ড কলেজ এবং মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) এ ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি আগামী ১২/১১/২০২৫ হতে ১৯/১১/২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে। তথ্য প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

👉শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণপূর্বক রেজিস্ট্রেশন ফরমে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে;

👉কোন শ্রেণি/শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনভাবেই ৫৫ (পঞ্চান্ন) জনের বেশি প্রদান করা যাবে না;

👉অনলাইন তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ০৩টি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন;

👉অনলাইন তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোন প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না;

👉রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোন জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এমতাবস্থায়, ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন, ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল)

পরিচালক (মাধ্যমিক)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.