সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি
বিস্তারিত প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ (বাস্তবায়ন-১ শাখা) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর তারিখে জারি করা স্মারক নং ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০২.২৪-২৩১ অনুযায়ী, দেশের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।
🔹 বেতনস্কেল পরিবর্তনের বিস্তারিত:
পদের নাম ও সংখ্যা: প্রধান শিক্ষক – ৬৫,৫০২টি
-
বিদ্যমান বেতন গ্রেড (জা.বে.স্কে. ২০১৫): টাকায় ১২,৫০০–৩০,২৩০ (গ্রেড-১১)
-
উন্নীতকৃত বেতন গ্রেড (জা.বে.স্কে. ২০১৫): টাকায় ১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড-১০)
-
নিয়োগের যোগ্যতা/শর্ত: ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পদ পূরণযোগ্য।
🔹 শর্তাবলি:
১. উন্নীত বেতন গ্রেড কার্যকর হবে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে।
২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক এবং অর্থ বিভাগের ২৮ জুলাই ২০২৫ তারিখের নির্দেশনাগুলোর সকল শর্ত পূরণ করতে হবে।
৩. প্রশাসনিক মন্ত্রণালয় (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) কর্তৃক জারি করা মঞ্জুরি আদেশ (জি.ও) ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের পৃষ্ঠাংকনের মাধ্যমে কার্যকর হবে।
৪. সংশ্লিষ্ট সকল বিধি-বিধান ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
🔹 প্রেক্ষাপট:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন ও পর্যালোচনার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে গেল।
এই সিদ্ধান্তের ফলে দেশের হাজারো প্রধান শিক্ষক তাদের দায়িত্ব পালনে নতুন প্রেরণা পাবেন বলে আশা করা হচ্ছে।
🔹 চিঠিতে স্বাক্ষর করেছেন:
মোঃ মাহবুবুল আলম, সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগ।
চিঠিটি প্রেরণ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট, এবং অনুলিপি পাঠানো হয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের যুগ্মসচিবের নিকট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ শাখা
www.mof.gov.bd
নং-০৭,০০,০০০০,১৬১.৩৮.০০২.২৪-২৩১
তারিখ: ২৫ কার্তিক ১৪৩২ ১০ নভেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের স্মারক নং-০৭,০০,০০০০,১৫৩,২৮,০০০৫.১২-৭৯৯ তারিখ: ১০ নভেম্বর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী উন্নীতকৃত পদের বেতন গ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:
১) পদের নাম ও সংখ্যাঃ প্রধান শিক্ষক ৬৫৫০২ (পঁয়ষট্টি হাজার পাঁচশত দুই)টি
২) বিদ্যমান বেতন গ্রেড (জা:বে:স্কে: ২০১৫)ঃ টা: ১২৫০০-৩০২৩০ (গ্রেড-১১)
৩) অর্থ বিভাগ কর্তৃক উন্নীতকরণকৃত বেতনগ্রেড (জা:বে:স্কে: ২০১৫)ঃ টা: ১৬০০০-৩৮৬৪০ (গ্রেড-১০)
৪) নিয়োগের যোগ্যতা/শর্তঃ 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫' অনুযায়ী পদ পুরণযোগ্য।
শর্তাবলি:
(ক) উপরের ছকের ৪নং কলামে উন্নীতকরণকৃত বেতন গ্রেড ৫নং কলামে প্রদর্শিত যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে;
(খ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ অক্টোবর ২০২৫ তারিখের ০৫.০০.০০০০.২৪৬.১৫.০০২.১৩-১০৭ নং স্মারক এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাই ২০২৫ তারিখের ০৭.০০,০০০০,০০০,১৫৩.২৮,০০০৫.১২-৪১২ নং স্মারকের সকল শর্ত প্রতিপালনপূর্বক পদের মঞ্জুরি আদেশ (জি.ও) প্রশাসনিক মন্ত্রণালয় হতে জারিক্রমে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক পৃষ্ঠাংকন করতে হবে; এবং
(গ) এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
স্বাক্ষরিত
(মোঃ মাহবুবুল আলম)
সিনিয়র সহকারী সচিব
প্রাপকঃ
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
অনুলিপি (সদয় অবগতির জন্য):
যুগ্মসচিব
ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ
অর্থ বিভাগ।



No comments
Your opinion here...