ad

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুফটপ সোলার স্থাপন: বিদ্যুৎ বিভাগের সাথে চুক্তি, মাঠপর্যায়ে শুরু সম্ভাব্যতা যাচাই

Views

 


সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুফটপ সোলার স্থাপন: বিদ্যুৎ বিভাগের সাথে চুক্তি, মাঠপর্যায়ে শুরু সম্ভাব্যতা যাচাই

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচী বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছে। এ উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মধ্যে ২১ অক্টোবর ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সম্প্রতি প্রেরিত একাধিক পত্রে জানায়, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিভাগের নির্ধারিত প্রতিষ্ঠানগুলো মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন শুরু করবে। এজন্য সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমিক নির্দেশনা ও পূর্বের অগ্রগতি

ডিপিই-এর ৩৮.০১.০০০০.০০০.৭০০.৯৯.০০.৮৪.২৫-১২২০ নম্বর স্মারকে উল্লেখ করা হয় যে, বিদ্যুৎ বিভাগের অধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিদ্যালয়গুলোর ছাদের অবস্থান, কাঠামো ও স্থাপনযোগ্যতা মূল্যায়ন করে তাদের রিপোর্ট প্রদান করবে।

ইতোপূর্বে প্রেরিত পত্রে (১২ অক্টোবর ২০২৫) জানানো হয়েছিল—

  1. ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হবে।

  2. সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সকল পিটিআই (শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট) ভবনের ছাদে সোলার স্থাপন সম্ভব কিনা তা নির্ধারণে বিদ্যুৎ বিভাগের ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচী’র সাথে যোগাযোগ করতে হবে।

ডিপিই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গাইডলাইন অনুযায়ী অগ্রগতির তথ্য ১৬ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে এক্সেল শীটে (Nikosh ফন্টে) হার্ড ও সফট কপি আকারে জমা দিতে বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্তের সারাংশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২৫ তারিখের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী—
১. ঢাকা মহানগরীর নির্বাচিত দৃষ্টিনন্দন স্কুলগুলোতে পরীক্ষামূলক সোলার স্থাপন করা হবে।
২. সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআইগুলোতে রুফটপ সোলার স্থাপনের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩. বিদ্যালয়ের মাঠ পর্যায়ে কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষাকার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্দেশ্য ও প্রত্যাশা

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে—

  1. শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত হবে।

  2. বিদ্যালয়ের বিদ্যুৎ বিল কমবে।

  3. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে বড় অগ্রগতি হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এসব পত্রে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের এই প্রকল্প ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

দেশব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করতে এটি হবে শিক্ষা খাতের সবচেয়ে বড় রুফটপ সোলার স্থাপন উদ্যোগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১,০০০০,০০০,৭০০,৯৯.০০.৮৪.২৫-১২২০

তারিখ: ২৬ কার্তিক ১৪৩২ ১১ নভেম্বর ২০২৫

বিষয়ঃ জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮,০০,০০০০,০০০,০০২.৯৯,০০০২.২৫.১৭৯৪, তারিখ-২৩ অক্টোবর ২০২৫ খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিগত ২১ অক্টোবর ২০২৫ তারিখে সারা দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উক্ত কাজ সম্পাদনের নিমিত্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোলার প্যানেল স্থাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে দায়িত্বপ্রাপ্ত সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের নিমিত্ত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন।

০২। এমতাবস্থায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি: ১। গাইডলাইন।

২। ইতোপূর্বে প্রেরিত পত্র।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

ইতোপূর্বে প্রেরিত পত্র(১)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,০০০,৭০০.৯৯.০০.৮৪.২৫-১১১৩

তারিখ: ২৭ আশ্বিন ১৪৩২ ১২ অক্টোবর ২০২৫

বিষয়ঃ জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপন বিষয়ে অগ্রগতি।

(ক) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২৫ তারিখের সমন্বা। সভার কার্যবিবরণী।

(খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ৩৮.০১,০০০০,০০০,৭০০.১৯.০০.৮৪.২৫-১০২৫(১৪৪) সংখ্যক পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত "ক" নং স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপনের জনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২৫ তারিখের সমন্বয় সভার কার্যবিবরণী অনুযায়ী ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাদের একপার্শে পরীক্ষামূলকভাবে এবং সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সকল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর অফিসসমূহের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তদানুযায়ী সূত্রোক্ত "খ" নং স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়; জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর অফিসসমূহের ছাদে, রুফটপ সোলার প্যানেল স্থাপন করার জন্য বিদ্যুৎ বিভাগ এর আওতাধীন 'জাতীয় রুফটপ সোলার কর্মসূচী' কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহযোগীতা ও পরামর্শ গ্রহণপূর্বক প্রেরিত গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

২। এমতাবস্থায়, সংযুক্ত ছক মোতাবেক জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে অগ্রগতির তথ্য ১৬ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে হার্ড ও সফট কপি (Nikosh ফন্ট-এ এক্সেল শীটে) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর (dirplandpe@gmail.com) প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

ইতোপূর্বে প্রেরিত পত্র(২)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর- : ৩৮.০১.০০০০.০০০.৭০০.৯৯.০০.৮৪.২৫-১০২৫ (১৪৪) 

বিষয়ঃ জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২৫ তারিখের সমন্বয় সভার কার্যবিবরণী।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:

ক. ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাদের একপার্শে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ বিভাগ কর্তৃক জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

খ. সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সকল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর অফিসসমূহের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করা যায় কিনা এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ এর আওতাধীন 'জাতীয় রুফটপ সোলার কর্মসূচী' কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

২। বর্ণিতাবস্থায়, উক্ত সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টদের নিম্নোক্ত সিদ্ধান্ত দুটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো:

ক. ঢাকা মহানগরীর দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাদের একপার্শে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ বিভাগ কর্তৃক জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর আওতায় সোলার প্যানেল স্থাপন।

খ. সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সকল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর অফিসসমূহের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন ও এ সংক্রান্ত কার্যক্রমের জন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে সহযোগীতা ও পরামর্শ গ্রহণ।

স্বাক্ষরিত 

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)






জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.