ad

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নতুন ‘পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন — মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নতুন ‘পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন — মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি

স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন করেছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.০৬৮.২০২০, ৬১১/৭২ অনুযায়ী ১১ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন পরিদর্শন পদ্ধতি

৩০ অক্টোবর ২০২৫ তারিখের মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী, মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা যেমন—বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তারা এখন থেকে নতুন পরিদর্শন টুল ব্যবহার করে অফলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানিয়েছে, বিদ্যালয় পরিদর্শনের ক্ষেত্রে এই কর্মকর্তা-কর্মচারীরা সংযুক্ত “পরিদর্শন টুল ২০২৫” অনুসরণ করবেন। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিজস্ব কর্মকর্তারা পূর্বের নিয়মে IPEMIS ই-মনিটরিং অ্যাপস ব্যবহার করে বিদ্যালয় মনিটরিং করবেন।

কারা ব্যবহার করবে এই পরিদর্শন টুল?

নতুন টুলটি শুধুমাত্র সরকারি প্রশাসনের—

  1. বিভাগীয়,

  2. জেলা,

  3. উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য।

প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জন্য এটি প্রযোজ্য নয়।

পরিদর্শন টুলে অন্তর্ভুক্ত প্রধান তথ্যসমূহ

বিদ্যালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের নিম্নোক্ত বিষয়গুলো সংগ্রহ ও মূল্যায়ন করতে হবে—

১. সাধারণ তথ্যাবলি

বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, প্রতিষ্ঠার সাল, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো, অবস্থান ইত্যাদি।

২. ছাত্র-ছাত্রী সংক্রান্ত তথ্য

  1. উপস্থিতি হার

  2. ঝরে পড়া শিক্ষার্থী

  3. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা

  4. শ্রেণি অনুযায়ী ভর্তি অবস্থা

৩. শিক্ষক সংক্রান্ত তথ্য

  1. মোট শিক্ষক সংখ্যা

  2. শূন্যপদ

  3. প্রশিক্ষিত শিক্ষক সংখ্যা

  4. শিক্ষক উপস্থিতি

  5. ক্লাস নেওয়ার হার

৪. বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো

  1. শ্রেণিকক্ষের অবস্থা

  2. টয়লেট, পানির ব্যবস্থা

  3. মাঠ, বাউন্ডারি

  4. নিরাপত্তা ব্যবস্থা

  5. বিদ্যালয় ব্যবহার উপযোগী কিনা

৫. শিক্ষার্থীর যোগ্যতা যাচাই

নমুনা ভিত্তিতে শিক্ষার্থীদের—

  1. বাংলা,
  1. ইংরেজী,
  1. গণিত
    বিষয়ে মৌলিক যোগ্যতা যাচাই করতে হবে।

৬. উন্নয়ন কার্যক্রমে বরাদ্দ ও অগ্রগতি

  1. চলমান প্রকল্প

  2. ব্যয়ের অগ্রগতি

  3. কাজের মান

  4. বরাদ্দের ব্যবহার

৭. বিদ্যালয়ের সার্বিক মান মূল্যায়ন

পরিদর্শনকারী কর্মকর্তাকে বিদ্যালয়ের মান সম্পর্কে সামগ্রিক মন্তব্য ও মূল্যায়ন প্রদান করতে হবে এবং অনুস্বাক্ষর করতে হবে।

কর্তৃপক্ষের মন্তব্য

পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ইমামুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, নতুন পরিদর্শন টুলের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন আরও বাস্তবধর্মী ও ফলপ্রসূ হবে। বিদ্যালয়ের মান উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সংযুক্তি

  • পরিদর্শন টুল ২০২৫ — ০২ পাতা।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.০৬৮.২০২০, ৬১১/৭২

তারিখ: ২৬ কার্তিক ১৪৩২ ১১ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য 'উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বর্হিভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫' প্রেরণ।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-৩৮.০০.০০০০.০০৭.৯৯.০৩৮.২০২৫-৬৯৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৫।

উপর্যুক্ত সূত্র ও বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা/ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখিত কর্মকর্তাগণ কর্তৃক অফলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নিমিত্ত 'উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫' প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপূর্বক ব্যবহারের নিদের্শনা প্রদান করা হয়েছে।

২। বর্ণিতাবস্থায়, সংযুক্ত পরিদর্শন টুলটি প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাগণ অর্থাৎ শুধুমাত্র বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ব্যবহার করবেন। প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ পূর্বের ন্যায় IPEMIS এর ই-মনিটরিং অ্যাপসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

সংযুক্তি: 'ঊর্ধ্বতন কর্মকর্তা/ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫'.....০২ পাতা।

স্বাক্ষরিত

মোঃ ইমামুল ইসলাম 

পরিচালক (চলতি দায়িত্ব)

যে সব তথ্য দিতে হবে।

১. সাধারণ তথ্যাবলি:
২. ছাত্র-ছাত্রী সংক্রান্ত তথ্য:

৩. শিক্ষক সংক্রান্ত তথ্য:

৪. বিদ্যালয়ের তুমি ও পরিবেশ সংক্রান্ত তথ্য:

৫. শিক্ষার্থীর যোগ্যতা যাচাই: 

ক) বাংলা

খ) ইংরেজী

গ) গণিত

৬. উন্নয়ন কার্যক্রমে বরাদ্দ ও অগ্রগতি:

৭. বিদ্যালয়ের মান: পরিদর্শনকারী কর্তৃক মূল্যায়ন (অনুস্বাক্ষর করুন)







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.