সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নতুন ‘পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন — মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নতুন ‘পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন — মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি
স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫’ অনুমোদন করেছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.০৬৮.২০২০, ৬১১/৭২ অনুযায়ী ১১ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন পরিদর্শন পদ্ধতি
৩০ অক্টোবর ২০২৫ তারিখের মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী, মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা যেমন—বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তারা এখন থেকে নতুন পরিদর্শন টুল ব্যবহার করে অফলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানিয়েছে, বিদ্যালয় পরিদর্শনের ক্ষেত্রে এই কর্মকর্তা-কর্মচারীরা সংযুক্ত “পরিদর্শন টুল ২০২৫” অনুসরণ করবেন। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিজস্ব কর্মকর্তারা পূর্বের নিয়মে IPEMIS ই-মনিটরিং অ্যাপস ব্যবহার করে বিদ্যালয় মনিটরিং করবেন।
কারা ব্যবহার করবে এই পরিদর্শন টুল?
নতুন টুলটি শুধুমাত্র সরকারি প্রশাসনের—
বিভাগীয়,
-
জেলা,
-
উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য।
প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জন্য এটি প্রযোজ্য নয়।
পরিদর্শন টুলে অন্তর্ভুক্ত প্রধান তথ্যসমূহ
বিদ্যালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের নিম্নোক্ত বিষয়গুলো সংগ্রহ ও মূল্যায়ন করতে হবে—
১. সাধারণ তথ্যাবলি
বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, প্রতিষ্ঠার সাল, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো, অবস্থান ইত্যাদি।
২. ছাত্র-ছাত্রী সংক্রান্ত তথ্য
উপস্থিতি হার
-
ঝরে পড়া শিক্ষার্থী
-
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা
-
শ্রেণি অনুযায়ী ভর্তি অবস্থা
৩. শিক্ষক সংক্রান্ত তথ্য
মোট শিক্ষক সংখ্যা
-
শূন্যপদ
-
প্রশিক্ষিত শিক্ষক সংখ্যা
-
শিক্ষক উপস্থিতি
-
ক্লাস নেওয়ার হার
৪. বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো
শ্রেণিকক্ষের অবস্থা
-
টয়লেট, পানির ব্যবস্থা
-
মাঠ, বাউন্ডারি
-
নিরাপত্তা ব্যবস্থা
-
বিদ্যালয় ব্যবহার উপযোগী কিনা
৫. শিক্ষার্থীর যোগ্যতা যাচাই
নমুনা ভিত্তিতে শিক্ষার্থীদের—
- বাংলা,
- ইংরেজী,
-
গণিত
বিষয়ে মৌলিক যোগ্যতা যাচাই করতে হবে।
৬. উন্নয়ন কার্যক্রমে বরাদ্দ ও অগ্রগতি
চলমান প্রকল্প
-
ব্যয়ের অগ্রগতি
-
কাজের মান
-
বরাদ্দের ব্যবহার
৭. বিদ্যালয়ের সার্বিক মান মূল্যায়ন
পরিদর্শনকারী কর্মকর্তাকে বিদ্যালয়ের মান সম্পর্কে সামগ্রিক মন্তব্য ও মূল্যায়ন প্রদান করতে হবে এবং অনুস্বাক্ষর করতে হবে।
কর্তৃপক্ষের মন্তব্য
পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ইমামুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, নতুন পরিদর্শন টুলের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন আরও বাস্তবধর্মী ও ফলপ্রসূ হবে। বিদ্যালয়ের মান উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সংযুক্তি
-
পরিদর্শন টুল ২০২৫ — ০২ পাতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.০৬৮.২০২০, ৬১১/৭২
তারিখ: ২৬ কার্তিক ১৪৩২ ১১ নভেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য 'উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বর্হিভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫' প্রেরণ।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-৩৮.০০.০০০০.০০৭.৯৯.০৩৮.২০২৫-৬৯৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৫।
উপর্যুক্ত সূত্র ও বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা/ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখিত কর্মকর্তাগণ কর্তৃক অফলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নিমিত্ত 'উর্ধ্বতন কর্মকর্তা/প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫' প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপূর্বক ব্যবহারের নিদের্শনা প্রদান করা হয়েছে।
২। বর্ণিতাবস্থায়, সংযুক্ত পরিদর্শন টুলটি প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাগণ অর্থাৎ শুধুমাত্র বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ব্যবহার করবেন। প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ পূর্বের ন্যায় IPEMIS এর ই-মনিটরিং অ্যাপসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।
সংযুক্তি: 'ঊর্ধ্বতন কর্মকর্তা/ প্রাথমিক শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের জন্য পরিদর্শন টুল ২০২৫'.....০২ পাতা।
স্বাক্ষরিত
মোঃ ইমামুল ইসলাম
পরিচালক (চলতি দায়িত্ব)
যে সব তথ্য দিতে হবে।
১. সাধারণ তথ্যাবলি:
২. ছাত্র-ছাত্রী সংক্রান্ত তথ্য:
৩. শিক্ষক সংক্রান্ত তথ্য:
৪. বিদ্যালয়ের তুমি ও পরিবেশ সংক্রান্ত তথ্য:
৫. শিক্ষার্থীর যোগ্যতা যাচাই:
ক) বাংলা
খ) ইংরেজী
গ) গণিত
৬. উন্নয়ন কার্যক্রমে বরাদ্দ ও অগ্রগতি:
৭. বিদ্যালয়ের মান: পরিদর্শনকারী কর্তৃক মূল্যায়ন (অনুস্বাক্ষর করুন)






No comments
Your opinion here...