ad

নির্ধারিত সময়ের আগেই এপিএসএস ২০২৫ তথ্য দাখিলের নির্দেশ — প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তি

Views



 নির্ধারিত সময়ের আগেই এপিএসএস ২০২৫ তথ্য দাখিলের নির্দেশ — প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) ২০২৫ তথ্য দাখিল বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে। ১৮ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৮০০.৯৯.০০০২.২৫.৮ এর মাধ্যমে এই নির্দেশনা সকল সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিকে জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে যে, IPEMIS প্লাটফর্মের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান মডিউলে এপিএসএস ২০২৫-এর তথ্য অনলাইনে দাখিল করার সময়সীমা ৬ নভেম্বর ২০২৫ থেকে ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিল। ইতোমধ্যে দুটি জুম সভার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য দাখিল করার নির্দেশ দেওয়া হলেও, বিভাগভিত্তিক অগ্রগতি পর্যালোচনায় দেখা গেছে—কিছু ক্ষেত্রে তথ্য দাখিল, যাচাই-বাছাই বা অনুমোদন পর্যায়ে শিথিলতা পরিলক্ষিত হচ্ছে।

চিঠিতে আরও জানানো হয়, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর অধিদপ্তরের অন্যান্য কাজ সম্পাদনে সার্ভারে পর্যাপ্ত স্পেস পাওয়া যাবে না। ফলে, অবিলম্বে সকল বিদ্যালয়ের এপিএসএস ২০২৫ তথ্য আপলোড সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এছাড়া, বিদ্যালয় পর্যায়ে নমুনাভিত্তিকভাবে ভর্তি, উপস্থিতি ও শিক্ষক সংক্রান্ত দাখিলকৃত তথ্য সরেজমিনে যাচাই করার জন্যও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ ইমামুল ইসলাম। তিনি সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুততম সময়ে তথ্য দাখিল ও যাচাই সম্পন্ন করার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষার সামগ্রিক পরিকল্পনা, বাজেট ও নীতিনির্ধারণে এপিএসএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক তথ্য দাখিলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৮০০.৯৯.০০০২.২৫.৮

তারিখ: ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) ২০২৫ এর তথ্য ছক দাখিল।

সূত্র: ৩৮.০১.০০০০.৮০১.০৩.২৫-৬০৯/৫১৩; তারিখ: ০৬ নভেম্বর ২০২৫

প্লাটফরমে IPEMIS সফটওয়ারে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান মডিউলে এপিএসএস ২০২৫ তথ্য দাখিল করার নির্দেশনা প্রদান করা

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইন হয়েছে। সে পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব প্রদান করে ইতোমধ্যে ২টি জুম সভায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বিভাগভিত্তিক অগ্রগতি প্রদান করা হলো (সংযুক্ত)। পর্যালোচনায় দেখা যায় যে ক্ষেত্রবিশেষ তথ্য ছক দাখিল, যাচাই-বাছাই বা অনুমোদন পর্যায়ে শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, এপিএসএস তথ্য দাখিলের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অধিদপ্তরের অন্যান্য কাজের নিমিত্ত সার্ভারে স্পেস পাওয়া যাবেনা বিধায় নির্ধারিত সময়ের মধ্যেই সকল বিদ্যালয়ের তথ্য দাখিল করতে হবে।

০২। বর্ণিতাবস্থায়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান তথ্য ছক ২০২৫ সর্বশেষ সময়ে দাখিলের জন্য অপেক্ষা না করে যথাশীঘ্রই দাখিলের এবং বিদ্যালয় পর্যায়ে নমুনায়নের ভিত্তিতে দাখিলকৃত তথ্য (ভর্তি, উপস্থিতি এবং শিক্ষক সম্পর্কিত ইত্যাদি) সরেজমিনে যাচাইয়ের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ ইমামুল ইসলাম 

পরিচালক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.