ইউনিয়ন পর্যায়ে মডেল প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে তথ্য সংগ্রহ শুরু নির্বাচিত ৪৫৭৮ বিদ্যালয়কে হালনাগাদ তথ্য প্রদানের নির্দেশ
ইউনিয়ন পর্যায়ে মডেল প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে তথ্য সংগ্রহ শুরু নির্বাচিত ৪৫৭৮ বিদ্যালয়কে হালনাগাদ তথ্য প্রদানের নির্দেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে “Establishment of Model Primary Schools at Union Level Project” বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম নিশ্চিত করতে ৪৫৭৮টি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে এবং বিদ্যালয়গুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে স্মারক নং- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০৬৪.২৫-১২৪৮ (৬৪) অনুযায়ী ১৮ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্বাচিত বিদ্যালয়গুলোর তথ্য Excel ফরমেটে জমা দেওয়ার নির্দেশ
নির্দেশনায় বলা হয়, নির্বাচিত বিদ্যালয়গুলোর হালনাগাদ বিস্তারিত তথ্য সংযুক্ত Excel Sheet-এর নির্ধারিত ফরমেটে প্রস্তুত করে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান Mangrove Consultants-এর কাছে জমা দিতে হবে।
এ তথ্য জমা দেওয়ার জন্য দুইজন অফিসিয়াল প্রতিনিধির যোগাযোগ দেওয়া হয়েছে—
Mangrove Consultants-এর প্রতিনিধিগণ:
১️⃣ জাহানারা নিশি
মোবাইল (WhatsApp): ০১৫৫২৪৩০৫৫৭
-
ই-মেইল: nishee828@gmail.com
২️⃣ মো. মিঠুন হোসেন
মোবাইল (WhatsApp): ০১৫৫৮৯৮১৩৭১
-
ই-মেইল: mithunhossain1996@gmail.com
অনুলিপি পাঠানোর নির্দেশ
Excel Sheet ই-মেইল পাঠানোর সময় অনুলিপি পাঠাতে হবে—
জনাব কামরুল ইসলাম, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) — kamruljam@gmail.com
-
আয়েশা খাতুন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) — ayeshaeoplan@gmail.com
১৮–৩০ নভেম্বর সরেজমিন পরিদর্শন ও তথ্য সংগ্রহ
পরামর্শক প্রতিষ্ঠানের ফিল্ড টিম ১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী নির্বাচিত বিদ্যালয়গুলোতে সরেজমিনে গিয়ে—
অবকাঠামো
-
শিক্ষার পরিবেশ
-
শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য
-
প্রয়োজনীয় উন্নয়ন চাহিদা
ইত্যাদি বিষয়ে বিস্তৃত তথ্য সংগ্রহ করবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা প্রদানের নির্দেশ
চিঠিতে দেশের সকল নির্বাচিত বিদ্যালয়所在 উপজেলায়—
উপজেলা শিক্ষা অফিসার
-
সহকারী উপজেলা শিক্ষা অফিসার
-
প্রধান শিক্ষক
এদেরকে পরামর্শক সংস্থার প্রতিনিধিদের কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংযুক্তি
১। প্রশ্নমালা ভিত্তিক Excel Sheet-এর ফরমেট
২। নির্বাচিত ৪৫৭৮ বিদ্যালয়ের পূর্ণ তালিকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০৬৪.২৫-১২৪৮ (৬৪)
তারিখ: ০৩ অগ্রহায়ন ১৪৩২
১৮ নভেম্বর ২০২৫
বিষয়:
নির্বাচিত বিদ্যালয়ের তথ্য প্রদান ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "Establishment of Model Primary Schools at Union Level Project" শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য দেশব্যাপী প্রতিটি ইউনিয়ন থেকে ০১ (একটি) টি করে মোট ৪৫৭৮ টি বিদ্যালয়কে নির্বাচিত করা হয়েছে (তালিকা সংযুক্ত)। শুধুমাত্র সংযুক্ত নির্বাচিত বিদ্যালয়গুলোর হালনাগাদ বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমেটে Excel Sheet-এ প্রদান করার জন্য অনুরোধ করা হলো (ফরমেট সংযুক্ত)। এছাড়াও পরামর্শক প্রতিষ্ঠান-Mangrove Consultants-এর প্রতিনিধিরা ১৮ নভেম্বর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রস্তাবিত প্রকল্পের নির্বাচিত বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।
২। সংযুক্ত Excel Sheet-এর ফরমেট অনুযায়ী তথ্যসমূহ Mangrove Consultants-এর অফিসিয়াল প্রতিনিধি (ক) জাহানারা নিশি- ০১৫৫২৪৩০৫৫৭ (WhatsApp), ই-মেইল: nishee828@gmail.com, (খ) মো: মিঠুন হোসেন-০১৫৫৮৯৮১৩৭১ (WhatsApp), ই-মেইল: mithunhossain1996@gmail.com এ প্রেরণ করবেন। এছাড়া ই-মেইলে অনুলিপি হিসেবে (ক) জনাব কামরুল ইসলাম (সহকারি পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন): kamruljam@gmail.com ও আয়েশা খাতুন (সহকারি পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন)- ayeshaeoplan@gmail.com এ প্রেরণ করবেন।
৩। এমতাবস্থায়, তাঁর জেলাধীন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি:
১। প্রশ্নমালা ভিত্তিক Excel Sheet-এর ফরমেট
২। নির্বাচিত ৪৫৭৮ টি বিদ্যালয়ের তালিকা
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন



No comments
Your opinion here...