ad

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কর্তনের নির্দেশ

Views

 


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কর্তনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০ নভেম্বর ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর কর্তনের নির্দেশ দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের (CGA) কার্যালয়। এ বিষয়ে ৯ নভেম্বর ২০২৫ তারিখে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে একটি গুরুত্বপূর্ণ পত্র জারি করা হয়েছে (স্মারক নং: ০৭.০৩.০০০০.০০৩.২৬.৭৫ (খন্ড-১).১৬-৭৫২)।

পত্রে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে নির্ধারিত করমুক্ত সীমা অতিক্রমকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন করতে হবে।

সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (NBR) এর সচিব ও চেয়ারম্যান কর্তৃক প্রেরিত আধা সরকারি পত্র (নং- ০৮.০০.০০০০.০১১.৯৯.০০১.২৫-১৮৭, তারিখ: ০৭/১০/২০২৫ খ্রি.)।

যাদের আয়কর কর্তন বাধ্যতামূলক

পত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—

  1. যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা বা তার বেশি,

  2. এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি,

তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করেছে বলে বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক

দায়িত্বের বিষয়

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ অন্যান্য কর্তনের যথাযথ দায়িত্ব ট্রেজারি রুলসের এস.আর. ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর উপর বর্তায়। অর্থাৎ, বেতন বিল প্রণয়নের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই উৎসে কর কর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

নির্দেশনা ও ব্যবস্থা

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল দপ্তর, ট্রেজারি ও হিসাব নিয়ন্ত্রণকারী অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন চলতি আয় বছরে উল্লিখিত সীমার উপরে যাদের বেতন, তাদের ক্ষেত্রে iBAS++ সিস্টেমে আয়কর কর্তনের ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা হয়

চিঠিতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ কবির হোসেন, সি.পি.এফ.এ, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)।
পত্রটি প্রেরণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সচিবের উদ্দেশ্যে, যেখানে বিশেষভাবে বাজেট-১ শাখার যুগ্ম সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রাসঙ্গিক মন্তব্য

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ নির্দেশনা কার্যকর হলে সরকারি বেতন কাঠামোর কর কর্তন আরও স্বচ্ছ ও স্বয়ংক্রিয় হবে। একই সঙ্গে iBAS++ সিস্টেমের মাধ্যমে উৎসে আয়কর ব্যবস্থাপনা ডিজিটালভাবে নিয়ন্ত্রিত হওয়ায় রাজস্ব সংগ্রহে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় "হিসাব ভবন”

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

www.cga.gov.bd

স্মারক নম্বর: ০৭,০৩.০০০০.০০৩.২৬.৭৫ (খন্ড-১).১৬-৭৫২

তারিখ: ৯০/১১/২০২৫ খ্রি.

বিষয়: iBAS++ সিস্টেমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়কর কর্তন প্রসঙ্গে।

সূত্র: সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড এর আধা সরকারি পত্র নং- ০৮.০০.০০০০.০১১.৯৯.০০১.২৫-১৮৭,

তারিখ: ০৭/১০/২০২৫খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

সূত্রস্থ পত্রের মাধ্যমে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি আয় বছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারী রুলসের এস. আর, ১১৫ তে উত্তোলনকারীর উপর বর্তায় মর্মে উল্লেখ রয়েছে।

এমতাবস্থায়, চলতি আয় বছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনামতে।

স্বাক্ষরিত

(মোহাম্মদ কবির হোসেন, সি.পি.এফ.এ) 

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

সচিব,

অর্থ বিভাগ

অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

[দৃষ্টি আকর্ষণঃ যুগ্ম সচিব, বাজেট-১]

স্মারক নম্বর: ০৭.০৩.০০০০.০০৩.২৬.৭৫ (খন্ড-১).১৬-৭৫২/৯০)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.