সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই: অনুমোদিত টুলস ব্যবহার করে ১১-২৬ নভেম্বর চূড়ান্ত এসেসমেন্ট কার্যক্রম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই: অনুমোদিত টুলস ব্যবহার করে ১১-২৬ নভেম্বর চূড়ান্ত এসেসমেন্ট কার্যক্রম
বিস্তারিত প্রতিবেদন:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিরূপণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে চূড়ান্ত এসেসমেন্ট কার্যক্রম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০০২.২০-৪৭২, তারিখ ০৫ নভেম্বর ২০২৫–এ বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাইয়ের জন্য প্রণীত বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের Assessment Tools, রেকর্ড ফরম ও নির্দেশিকা নির্দেশক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।
এ অনুমোদনের পর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (০৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) তারিখে স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.৪০০.৯৯.০০১৬.২৫.৮ এর মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত এসেসমেন্ট কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, ১১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিখন অগ্রগতি যাচাই করে ফলাফল সংরক্ষণ করতে হবে। এ সময় প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন একটি শ্রেণির একটি বিষয়ের এসেসমেন্ট নেওয়া হবে। অধিক শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ে প্রয়োজনে প্রতি বিষয়ে অতিরিক্ত ১ দিন সময় ব্যয় করা যাবে।
অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়—
এই কার্যক্রমে অভিভাবকসহ শিক্ষা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
-
বিদ্যালয় পর্যায়ে কার্যক্রমটি নিবিড়ভাবে মনিটরিং করতে হবে।
-
এসেসমেন্ট চলাকালীন বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এছাড়া, এসেসমেন্ট টুলস প্রিন্টের ব্যয়ভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রতিটি বিদ্যালয়ের স্লিপের বরাদ্দকৃত অর্থ থেকে প্রতি শিক্ষার্থী ৬ টাকা হারে বহন করতে হবে। উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তাঁদের আওতাধীন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী টুলস প্রিন্ট করে সরবরাহ করবেন।
এর আগে, অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত Baseline Survey পরিচালিত হয়, যার মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বর্তমান শিখন অবস্থান যাচাই করা হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, অনুমোদিত Assessment Tools অনুযায়ী এই চূড়ান্ত যাচাই কার্যক্রম ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই Assessment Tools ও রেকর্ড ফরম প্রণয়ন ও অনুমোদন শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা শিক্ষার্থীদের শেখার বাস্তব অগ্রগতি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারসংক্ষেপে বলা যায়,
এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই একটি মানসম্মত ও একীভূত পদ্ধতিতে পরিচালিত হতে যাচ্ছে, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং- ৩৮.০০.০০০০.০০৮,৯৯,০০০২.২০-৪৭২
বিষয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাইয়ের নিমিত্ত প্রণীত টুলস অনুমোদন।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১,০০০০,০০০,৪০০,৯৯.০০১৬.২৫.৪, তারিখ: ২৮.১০.২০২৫ খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাইয়ের নিমিত্ত প্রণীত বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে এসেসমেন্ট টুলস, রেকর্ড ফরম ও নির্দেশিকা নির্দেশক্রমে অনুমোদন করা হলো।
স্বাক্ষরিত
রেবেকা সুলতানা
যুগ্মসচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৪০০.৯৯.০০১৬.২৫.৮
তারিখ: ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ০৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসেসমেন্ট টুলস এর মাধ্যমে শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই ও ফলাফল সংরক্ষণ।
সূত্র: ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০০২.২০-৪৭২০৫ নভেম্বর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এসেসমেন্ট টুলস এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০% শিক্ষার্থীর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বর্তমান অবস্থান যাচাই কার্যক্রম (Baseline Survey) ১ – ১৫ জুলাই ২০২৫ তারিখে পরিচালিত হয়। অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী এসেসমেন্ট টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই কার্যক্রম আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ প্রেক্ষিতে এসেসমেন্ট টুলস প্রণয়ন কমিটি কর্তৃক বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে ১ সেট Assessment Tools প্রণয়ন করা হয়েছে যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে।
০২। এমতাবস্থায়, নিম্নবর্ণিত বিষয়াদি প্রতিপালনপূর্বক আগামী ১১-২৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই ও ফলাফল সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো:
ক) গৃহীতব্য কর্মসূচিতে অভিভাবকসহ প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
খ) বিদ্যালয় পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নিবিড়ভাবে মনিটরিং করতে হবে;
গ) ১১ই নভেম্বর ২০২৫ থেকে ২৬শে নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতি কার্যদিবসে একটি শ্রেণির একটি বিষয়ের এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। অধিক শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ে প্রতি বিষয়ে অতিরিক্ত ০১(এক) দিন কার্যক্রম
পরিচালনা করতে হবে;
ঘ) এসেসমেন্ট চলাকালীন অন্যান্য শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে;
৬) এসেসমেন্ট টুলস প্রিন্টের ব্যয়ভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রতিটি বিদ্যালয়ের স্লিপের বরাদ্দকৃত অর্থ হতে শিক্ষার্থী প্রতি ০৬.০০ (ছয়) টাকা হারে ব্যয় নির্বাহ করতে হবে। উল্লেখ্য, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন উপজেলা/থানার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এসেসমেন্ট টুলস প্রিন্ট করে বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করবেন।
০৩। এতদসঙ্গে এ বিষয়ের এসেসমেন্ট টুলস, রেকর্ড ফরম ও নির্দেশিকা প্রেরণ করা হলো।
স্বাক্ষরিত
এ. কে. মোহম্মদ সামছুল আহসান
পরিচালক
সম্পুর্ণ টুলস এর পিডিএফ




No comments
Your opinion here...