ad

APSS-2025 প্রতিবেদন প্রণয়নে তথ্য দাখিলের সময়সূচি ঘোষণা

Views

 


APSS-2025 প্রতিবেদন প্রণয়নে তথ্য দাখিলের সময়সূচি ঘোষণা

👉IPEMIS সফটওয়্যারের মাধ্যমে APSS-2025 তথ্য এন্ট্রি শুরু ৬ নভেম্বর থেকে

উপশিরোনাম:
প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের নির্দেশ — প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বিস্তারিত সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে প্রাপ্ত এক দপ্তর আদেশে জানানো হয়েছে, IPEMIS সফটওয়্যারের আওতায় APSS-2025 তথ্য মডিউলে তথ্য এন্ট্রি কার্যক্রম আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হবে।

৩০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.৮০০.৯৯.০০০১.২৫.৫ অনুযায়ী, পরিবীক্ষণ ও মূল্যায়ন (M&E) বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান প্রতিবেদন (Annual Primary School Statistics - APSS) প্রণয়ন করা হয়।

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য আইএমডি (IMD) বিভাগ ইতোমধ্যে IPEMIS সফটওয়্যারের APSS মডিউল প্রস্তুত করছে, যা নির্ধারিত সময়ে সার্ভারে উন্মুক্ত করা হবে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ ইমামুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে—

“নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকল ক্যাটাগরির বিদ্যালয়ের তথ্য IPEMIS-এর APSS-2025 মডিউলে এন্ট্রির নিমিত্ত পূর্বপ্রস্তুতি গ্রহণসহ প্রয়োজনীয় উদ্যোগ জরুরিভিত্তিতে গ্রহণ আবশ্যক।”

এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে—

  1. প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে নির্ধারিত সময়ে তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।

  2. সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তথ্য যাচাই-বাছাই ও অগ্রায়নের দায়িত্বে থাকবেন।

  3. যাচাই ও অনুমোদনের পর তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভারে প্রেরণ করতে হবে।

ডিপিই সূত্রে জানা গেছে, এই তথ্য সংগ্রহ প্রক্রিয়া সারা দেশের সরকারি, বেসরকারি, অনানুষ্ঠানিক ও বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়সমূহের শিক্ষা ব্যবস্থাপনা ও পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখযোগ্য বিষয়:
IPEMIS (Integrated Primary Education Management Information System) হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক সকল তথ্য অনলাইনে সংরক্ষণ, যাচাই ও বিশ্লেষণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তথ্য দাখিলের নির্ধারিত সময়সীমা অমান্য করলে প্রতিবেদন প্রণয়নে জটিলতা দেখা দিতে পারে, তাই সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে যথাসময়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সংক্ষিপ্তসার:
📅 তথ্য এন্ট্রি শুরু: ৬ নভেম্বর ২০২৫
🏫 দায়িত্বপ্রাপ্ত: বিদ্যালয়ের প্রধান শিক্ষক
🧾 যাচাই-বাছাই: সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার
🖥️ সফটওয়্যার: IPEMIS (APSS-2025 মডিউল)
🗂️ উদ্দেশ্য: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS) প্রণয়ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৮০০.৯৯.০০০১.২৫.৫

তারিখ: ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: IPEMIS সফট ওয়‍্যারের আওতায় APSS-2025 এর তথ্য মডিউলে এন্ট্রি সম্পন্নকরণ সংক্রান্ত।

উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখান (APSS) প্রতিবেদন প্রণয়ন করা হয়। ২০২৫ শিক্ষাবছরের APSS প্রতিবেদন প্রণয়নের নিমিত্ত সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ছকটি আইএমডি বিভাগ কর্তৃক IPEMIS সফটওয়্যারের APSS মডিউল প্রস্তুতক্রমে সার্ভার উন্মুক্তকরণের কাজ চলমান আছে। যা' যথাশ্রীঘ্রই চূড়ান্ত করে আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তথ্য সংগ্রহের জন্য সার্ভার উন্মুক্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকল ক্যাটাগরির বিদ্যালয়ের তথ্য APSS মডিউলে দাখিল করার নিমিত্ত পূর্বপ্রস্তুতি গ্রহণসহ প্রয়োজনীয় উদ্যোগ জরুরিভিত্তিতে গ্রহণ আবশ্যক।

২। বর্ণিতাবস্থায়, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনে আওতাধীন সকল ক্যাটাগরির বিদ্যালয়ের সংশ্লিষ্ট তথ্যাদি প্রধান শিক্ষকগণকে APSS-2025 মডিউলে এন্ট্রিক্রমে দাখিল ও সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে যাচাই-বাছাইক্রমে অগ্রায়নের নির্দেশনা প্রদান এবং অগ্রায়নকৃত তথ্য অনুমোদনক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্ভারে প্রেরণের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ ইমামুল ইসলাম 

পরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.