ad

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা: সব দপ্তরকে জাতীয় বেতন কমিশনের প্রশ্নমালা পূরণের আহ্বান

Views





অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা: সব দপ্তরকে জাতীয় বেতন কমিশনের প্রশ্নমালা পূরণের আহ্বান

👉জাতীয় বেতন কমিশন ২০২৫: অনলাইনে মতামত নেওয়া শুরু, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণ আহ্বান


সংবাদ প্রতিবেদন:

নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন, ২০২৫ তাদের কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে কমিশন সকল শ্রেণির চাকরিজীবী, প্রতিষ্ঠান, সমিতি এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে অনলাইনে মতামত আহ্বান করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করে। কমিশনকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে একটি নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন ইতোমধ্যে ১৪ আগস্ট ২০২৫ তারিখে প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। এখন ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামো তৈরির লক্ষ্যে অনলাইনে মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মতামত সংগ্রহের জন্য কমিশন মোট চারটি পৃথক প্রশ্নমালা প্রণয়ন করেছে—
১️⃣ চাকরিজীবীদের জন্য,
২️⃣ সর্বসাধারণের জন্য,
৩️⃣ বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতির জন্য, এবং
৪️⃣ প্রতিষ্ঠানের জন্য।

সব প্রশ্নমালাই জাতীয় বেতন কমিশনের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে: paycommission2025.gov.bd

অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদেরকে প্রতিষ্ঠান-সংক্রান্ত প্রশ্নমালা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদেরকেও নিজ নিজ প্রশ্নমালা পূরণ করে মতামত প্রদানের নির্দেশনা দিতে বলা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের অতিরিক্ত সচিব ও সদস্য সচিব মোঃ ফরহাদ সিদ্দিক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

সরকারি সূত্রে জানা গেছে, কমিশন প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে একটি “ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে টেকসই বেতন কাঠামো” প্রস্তাব করবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।


মূল পয়েন্টসমূহ এক নজরে:

  1. বেতন কমিশন গঠন: ২৭ জুলাই ২০২৫

  2. প্রথম সভা: ১৪ আগস্ট ২০২৫

  3. অনলাইন মতামত সংগ্রহ শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৫

  4. প্রশ্নমালা: ৪টি (চাকরিজীবী, সাধারণ জনগণ, সমিতি, প্রতিষ্ঠান)

  5. ওয়েবসাইট: paycommission2025.gov.bd

  6. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: মোঃ ফরহাদ সিদ্দিক, অতিরিক্ত সচিব ও সদস্য সচিব, জাতীয় বেতন কমিশন ২০২৫

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

 জাতীয় বেতন কমিশন, ২০২৫ 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

paycommission2025.gov.bd

নং-০৭.০৫.০০০০.০০০.০০১.০৬.০০০১.২৫-৭৮

তারিখ: ১৫ আশ্বিন ১৪৩২ ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত প্রদান।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকার ২৭ জুলাই, ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করেছে। জাতীয় বেতন কমিশন, ২০২৫-কে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়েছে।

০২। জাতীয় বেতন কমিশন, ২০২৫ আগষ্ট ১৪, ২০২৫ তারিখে প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করেছে। বেতন কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চাকরিজীবী, সর্বসাধারণ, প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতির জন্য মোট ৪টি প্রশ্নমালা প্রণয়ন করেছে। সকল প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে।

০৩। উপর্যুক্ত ৪টি প্রশ্নমালার মধ্যে ১টি রয়েছে প্রতিষ্ঠানের জন্য। উক্ত প্রশ্নমালার ভিত্তিতে আপনার অধীনস্থ দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থার প্রধানকে তা পূরণ করার জন্য এবং অন্যান্য প্রশ্নমালার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীকে অনলাইনে মতামত প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।

স্বাক্ষরিত

(মোঃ ফরহাদ সিদ্দিক) 

অতিরিক্ত সচিব

সদস্য সচিব জাতীয় বেতন কমিশন, ২০২৫





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.