ad

ই-পাসপোর্ট সংশোধনে আর আবেদনকারীর NID কপি লাগবে না: নিজ উদ্যোগে যাচাই করবে পাসপোর্ট অফিস

Views

 


ই-পাসপোর্ট সংশোধনে আর আবেদনকারীর NID কপি লাগবে না: নিজ উদ্যোগে যাচাই করবে পাসপোর্ট অফিস

সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্ট সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সর্বশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী, এখন থেকে ই-পাসপোর্ট সংশোধনের আবেদনে জাতীয় পরিচয়পত্রের (NID) যাচাইকৃত কপি আবেদনকারীকে আর সরবরাহ করতে হবে না।

২০২৪ সালের ১৭ নভেম্বর (২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ) তারিখে জারি করা অফিস আদেশে জানানো হয়, ই-পাসপোর্ট সংশোধনের আবেদনে যেসব ক্ষেত্রে NID Verified Copy প্রয়োজন হবে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় বা আঞ্চলিক পাসপোর্ট অফিস নিজ উদ্যোগে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ (link) থেকে তথ্য যাচাই করে সেই Verified Copy ই-আইডির অনুকূলে আপলোড করবে।

অফিস আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে — “কোনোভাবেই আবেদনকারীকে NID Verified Copy সরবরাহ করতে বলা যাবে না।” অর্থাৎ, আবেদনকারীর দায়িত্ব এখন থেকে আরও কমবে, আর যাচাইয়ের কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস নিজেই।

এ বিষয়ে অফিস আদেশটি জারি করেছেন উপপরিচালক (পাসপোর্ট পলিসি) মোক্তার হোসেন, মহাপরিচালকের পক্ষে।

এই নির্দেশনা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dip.gov.bd) প্রকাশ করা হয়েছে এবং দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসকে যথাযথভাবে অবগত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই পদক্ষেপের ফলে ই-পাসপোর্ট সংশোধন প্রক্রিয়া হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও জনবান্ধব। আবেদনকারীদের আর অতিরিক্ত কাগজপত্র সংগ্রহে ভোগান্তি পোহাতে হবে না, বরং পাসপোর্ট অফিস থেকেই সব যাচাই সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।

সারসংক্ষেপ:

  1. 🔹 ই-পাসপোর্ট সংশোধনে আর আবেদনকারীর কাছ থেকে NID Verified Copy লাগবে না।
  2. 🔹 সংশ্লিষ্ট অফিস নিজেই অনলাইনে NID যাচাই করে আপলোড করবে।
  3. 🔹 নির্দেশনা জারি করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
  4. 🔹 এই পদক্ষেপে প্রক্রিয়া হবে দ্রুত, সহজ ও ডিজিটাল সেবানির্ভর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

 ই-৭, আগারগাঁও, ঢাকা-১২০৭।

www.dip.gov.bd

পাসপোর্ট শাখা

স্মারক নম্বর-৫৮,০১,০০০০,২০২,১৮.০০৩.২০২১/১৪৩৮

তারিখ ০২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গা

১৭ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

অফিস আদেশ

সর্বশেষ SOP অনুযায়ী ই-পাসপোর্ট সংশোধন আবেদনে যেসব ক্ষেত্রে NID verified Copy প্রয়োজন হবে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিস নিজ উদ্যোগে NID এর link হতে Verify করে Verified Copy ই-আইডির অনুকূলে আপলোড করবে। এক্ষেত্রে কোনোভাবেই আবেদনকারী NID Verified Copy সরবরাহ করতে বলা যাবেনা।

ইহা সংশ্লিষ্ট সকলের অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

স্বাক্ষরিত

(মোক্তার হোসেন)

উপপরিচালক (পাসপোর্ট পলিসি )

 মহাপরিচালকের পক্ষে



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.