বেসরকারি মাদ্রাসায় NTRCA বহির্ভূত পদে নিয়োগে নতুন নির্দেশনা জারি করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
বেসরকারি মাদ্রাসায় NTRCA বহির্ভূত পদে নিয়োগে নতুন নির্দেশনা জারি করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
বেসরকারি মাদ্রাসায় NTRCA বহির্ভূত পদে নিয়োগে নতুন নির্দেশনা: প্রতিনিধি মনোনয়নের আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারণ
বিস্তারিত প্রতিবেদন:
ঢাকা, ৬ অক্টোবর ২০২৫:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি মাদ্রাসাগুলোর জন্য এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রমের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)” অনুসারে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
অধিদপ্তর থেকে জারি করা স্মারক নং ৫৭.২৫.০০০০.০০০.০০৩.৯৯.০০০১.২৪-৪৩৮, তারিখ ০৬ অক্টোবর ২০২৫, অনুযায়ী মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়নের আবেদনের সঙ্গে নির্দিষ্ট কাগজপত্র সংযুক্ত করে দাখিল করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ বোর্ডের মাধ্যমে এনটিআরসিএ বহির্ভূত পদে নিয়োগ প্রদান করা হয়। এই প্রক্রিয়ায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি নিয়োগ বোর্ডে মনোনয়ন দেন।
🔹 প্রতিনিধি মনোনয়নের আবেদনে সংযুক্ত করতে হবে যে কাগজপত্রসমূহ:
১️⃣ প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরিত আবেদনপত্র (মাদ্রাসার প্যাডে স্মারক, তারিখ, মোবাইল, ইমেইল, নিয়োগযোগ্য পদ উল্লেখপূর্বক)।
২️⃣ পদ শূন্য ঘোষণার ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশনের কপি।
৩️⃣ যাচাই-বাছাই কমিটি ও নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশনের কপি।
৪️⃣ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিসহ পত্রিকার মূল কপি।
৫️⃣ প্রযোজ্য ক্ষেত্রে অনুত্তোলন (Non-Drawl) সনদ, পদত্যাগপত্র বা মৃত্যু সনদের মূল কপি।
৬️⃣ সর্বশেষ এমপিও শীট ও বেতন বিলের কপি।
৭️⃣ স্বীকৃতি/অধিভুক্তি ও গভর্নিং বডির অনুমোদনের কপি।
৮️⃣ শিক্ষার্থীর তালিকা ও গত তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফল।
৯️⃣ চাহিত পদের প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়নপত্র।
🔟 আদালতের স্থগিতাদেশ নেই মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা।
১১️⃣ জেষ্ঠ্যতা ভিত্তিক তালিকা (প্রথম এমপিও, যোগদান, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতাসহ)।
১২️⃣ প্রার্থীদের পদভিত্তিক তালিকা।
১৩️⃣ কম্পিউটার ল্যাব অপারেটর পদের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ল্যাব সংক্রান্ত কাগজপত্র।
১৪️⃣ গবেষণাগার/ল্যাব সহকারী পদের ক্ষেত্রে ল্যাব চালুর প্রমাণপত্র ও বোর্ড অনুমতি।
🔹 অতিরিক্ত নির্দেশনা:
সকল কাগজপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে।
-
নন-এমপিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতিপত্র ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
-
চাহিত পদের বিপরীতে ইনডেক্স নম্বর বিদ্যমান থাকলে বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে না।
-
অনলাইনে আবেদন করা যাবে myGov পোর্টালে অথবা সরাসরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে হার্ডকপি আকারে। উভয়ভাবে আবেদন করার প্রয়োজন নেই।
-
প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত আদেশ ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হবে। তাই আবেদনপত্রে সচল ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
-
“বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা” (ডিএমই স্মারক নং: ৫৭.২৫.০০০০.০০১.১৫.০০২.১৫-৬৮১; তারিখ: ০৬ জুন ২০২৩) অনুসরণ করতে হবে।
-
নিয়োগ কার্যক্রম সমাপ্তির ৩ মাসের মধ্যে MEMIS সার্ভারে এমপিও ভুক্তির জন্য আবেদন পাঠাতে হবে।
🔹 দরকারী ফরম ও নমুনা সংগ্রহের ঠিকানা:
নিয়োগ সংক্রান্ত ফলাফল বিবরনী ছক, রেজুলেশন, ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন শীট এবং প্রত্যয়নপত্রের নমুনা পাওয়া যাবে এই লিংকে:
👉 https://drive.google.com/drive/folders/1Ewnou6ysJtuswkEdNvlL8XjE0epKX6-3
🔹 সতর্কবার্তা:
আবেদনে সৃজিত কাগজপত্র দাখিল, তথ্য গোপন বা জাল-জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্তি:
(ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), ৩৪ পৃষ্ঠা।
(খ) ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখের ডিএমই আদেশ, ২ পৃষ্ঠা।
প্রণেতা:
বেনজীর আহমেদ
সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
(সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখা)
গাইড হাউজ (৭ম ও ১০ম তলা)
নিউ বেইলি রোড, ঢাকা-১০০০
https://dme.gov.bd/
স্মারক নং-৫৭.২৫.০০০০.০০০.০০৩.৯৯.০০০১.২৪-৪৩৮
তারিখ: ২১ আশ্বীন, ১৪৩২
০৬ অক্টোবর, ২০২৫
বিষয়: বেসরকারী মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদসমূহে নিয়োগ কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্তকরণ সংক্রান্ত।
সূত্র: ১। মাশিঅ স্মারক নং: ৫৭.২৫০০০০.০০৩.৯৯.০০১.২৪.৫৪৯১; তারিখ: ৩১ জুলাই ২০২৪ খ্রি.
২। মাশিঅ স্মারক নং: ৫৭.২৫.০০০০.০০০.১৮.০০১.১৭.৩৯১৩; তারিখ: ২০ জুলাই ২০২৩খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)” অনুযায়ী এমপিওভুক্ত মাদ্রাসায় গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ বোর্ডের মাধ্যমে এনটিআরসিএ (NTRCA) বহির্ভূত পদে নিয়োগ প্রদান করা হয়। মাদ্রাসার চাহিদার প্রেক্ষিতে নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন দেয়া হয়।
২। এমতাবস্থায় মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত আবেদনে নিন্মোক্ত কাগজপত্রাদি ক্রমানুসারে সংযুক্ত করে আবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা
১) মাদ্রাসার নিজস্ব প্যাডে স্মারক, তারিখ, সচল মোবাইল ফোন নম্বর, প্রতিকল্প ফোন নম্বর, সচল ইমেইল এড্রেস, নিয়োগযোগ্য পদ/পদসমূহ উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত ও সভাপতি কর্তৃক অনুস্বাক্ষরিত আবেদনপত্র।
২) পদ শূন্য ঘোষনার ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশনের কপি।
৩) যাচাই-বাছাই কমিটি ও নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশনের কপি।
৪) জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিসহ পত্রিকার মূল কপি।
৫) প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রদত্ত অনুত্তোলন (Non-Drawl) সনদের মূল কপি, পদত্যাগপত্র ও মৃত্যু সনদ।
৬) প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও শীট এবং বেতন বিলের কপি।
৭) হালনাগাদ স্বীকৃতি/অধিভুক্তি এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি।
৮) প্রতিষ্ঠানের হালনাগাদ শিক্ষার্থীর তালিকা এবং সর্বশেষ তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফল বিবরনী।
৯) সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে আবেদনকৃত পদের প্রাপ্যতা আছে মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।
১০) নিয়োগযোগ্য পদের বিরুদ্ধে মহামান্য আদালতের স্থগিতাদেশ নেই মর্মে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত হলফনামার মূলকপি (সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রত্যেক পৃষ্ঠা স্বাক্ষরিত)
১১) কর্মরত শিক্ষক-কর্মচারীদের প্রথম এমপিও, যোগদানের তারিখ, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি উল্লেখপূর্বক জেষ্ঠ্যতা ভিত্তিক তালিকা (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যেক পৃষ্ঠা স্বাক্ষরিত)
১২) চাহিত পদে আবেদনকৃত বৈধ প্রার্থীদের পদ ভিত্তিক তালিকা।
১৩) কম্পিউটার ল্যাব অপারেটর পদের ক্ষেত্রে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব আছে মর্মে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, ল্যাব প্রাপ্তির মন্ত্রণালয়ের আদেশের কপি ও ল্যাব স্থাপন সংক্রান্ত চুক্তিনামা।
১৪) গবেষণাগার/ল্যাব সহকারী পদের ক্ষেত্রে বিজ্ঞান ল্যাব চালু আছে মর্মে নির্ধারিত ফরমেটে অতিরিক্ত জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, বিজ্ঞান বিভাগ খোলার বোর্ডের অনুমতিপত্র।
৩। অনুসরনীয়:
*সকল কগজপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে।
* নন-এমপিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপরোক্ত প্রযোজ্য কাগজপত্রাদির সাথে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিপত্র ও মাদ্রাসার অবস্থান সংক্রান্ত উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
* সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং প্রতিষ্ঠানের এমপিও শীট থেকে চাহিত পদের প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কোন অবস্থাতেই এমপিও শীটে চাহিত পদের বিপরীতে ইনডেক্স নম্বর বর্তমান থাকা অবস্থায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগের উদ্যোগ গ্রহণ করা যাবে না।
* https://www.mygov.bd/services/info?id=BDGS-1696486879 লিংকের মাধ্যমে অনলাইনে অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে হার্ডকপিতে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত আবেদন দাখিল করা যাবে। তবে একই সাথে অনলাইন ও হার্ডকপি দুইভাবে আবেদন করার প্রয়োজন নাই।
* মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন আদেশ সংক্রান্ত পত্র ইমেইলের মাধ্যমে প্রেরন করা হয়। সুতরাং মাদ্রাসার প্যাডে সচল ইমেইল এড্রেস, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল ফোন নম্বর, প্রতিকল্প ফোন নম্বর উল্লেখ থাকা আবশ্যক।
* ডিএমই স্মারক নং: ৫৭.২৫.০০০০.০০১.১৫.০০২.১৫-৬৮১ তারিখ: ০৬জুন ২০২৩খ্রি. অনুযায়ী "বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা” যথাযথ প্রতিপালন সাপেক্ষে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
* NTRCA বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম সমাপ্তির ০৩ মাসের মধ্যে MEMIS সার্ভারে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন প্রেরণ করতে হবে।
* নিয়োগ সংক্রান্ত নমুনা ফলাফল বিবরনী ছক, নমুনা রেজুলেশন, ব্যবহারিক পরীক্ষার নমুনা মূল্যায়ন শীট, গবেষণাগার/ল্যাব সহকারী পদের ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়পত্রের নমুনা ফরমেট ইত্যাদি নিন্মলিখিত লিংক হতে সংগ্রহ করা যাবে।https://drive.google.com/drive/folders/1Ewnou6ysJtuswkEdNvlL8XjE0epKX6-3
* মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত আবেদনে সৃজনকৃত কাগজপত্র দাখিল, তথ্য গোপন বা অন্য কোন ধরনের জাল-জালিয়াতির আশ্রয় প্রমানিত হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিতসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংযুক্তি:
(ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), ৩৪ (চৌত্রিশ) পৃষ্ঠা;
(খ) ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখের ডিএমই আদেশ, ০২ (দুই) পৃষ্ঠা।
স্বাক্ষরিত
বেনজীর আহমেদ
সহকারী পরিচালক
(সরকারি ও সিনিয়র মাদ্রাসা)
No comments
Your opinion here...